বাসস রাষ্ট্রপতি-১ : ফায়ারম্যান সোহেল রানার মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

151

বাসস রাষ্ট্রপতি-১
রাষ্ট্রপতি-শোক
ফায়ারম্যান সোহেল রানার মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
ঢাকা, ৮ এপ্রিল, ২০১৯ (বাসস) : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বনানীর এফ আর টাওয়ারের অগ্নিকান্ডে উদ্ধারকাজের সময় আহত ফায়ারম্যান সোহেল রানার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
রাষ্ট্রপতি আজ এক শোক বার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
তিনি বলেন, অন্যের জীবন রক্ষার্থে, নিজের জীবন উৎসর্গ করে সোহেল রানা এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন।
গত ২৮ মার্চ রাজধানীর বনানীস্থ এফ আর টাওয়ারে অগ্নিকান্ডের ঘটনায় আটকাপড়া মানুষের জীবন বাঁচাতে গিয়ে গুরুতর আহত হন কুর্মিটোলা ফায়ার স্টেশনের ফায়ারম্যান সোহেল রানা।
অতিদ্রুত তাকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে উন্নত চিকিৎসার জন্য গত শুক্রবার সোহেল রানাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় রোববার রাত ২টা ১৭ মিনিটে তার মৃত্যু হয়।
বাসস/সবি/আহো/১৪৫৫/জেহক