মুকসুদপুরে সততা স্টোর উদ্বোধন

166

গোপালগঞ্জ, ৮ এপ্রিল, ২০১৯ (বাসস) : “সততা, মানবতা অর্জন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিবেকের জাগরণ চর্চা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড়া জেকে এমবি মল্লিক উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন হয়েছে। শনিবার জেকে এমবি মল্লিক উচ্চ বিদ্যালয় সততা সংঘের আয়োজনে সততা স্টোরের উদ্বোধন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আলী। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন মুকসুপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল পাশা, বঙ্গরতœ ডিগ্রি কলেজের অধ্যক্ষ সমীর কান্তি শাখারি, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সরদার মজিবুর রহমান, বীরমুক্তিযোদ্ধা হাফিজুল হক চোকদার, ননীক্ষীর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিনা, সাংবাদিক সোহরাব উন নুর ছিরু মিয়া, জলিরপাড় ইউনিয়ন দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধির কুমার সাহা, সাধারন সম্পাদক তারেক মৃধা প্রমুখ। সভা প্রধান ছিলেন জেকেএমবি মল্লিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল কুমার সাহা। সভা সঞ্চলনা করেন মুকসুদপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক হায়দার হোসেন।
অনুষ্ঠান সুচিতে ছিল মনোমুগ্ধকর নৃত্য ও গান পরিবেশন। সততা স্টোরে বিদ্যালয় শিক্ষার্থীদের প্রয়োজনীয় ৪০ টি আইটেমের পণ্য থাকবে কিন্তু কোন বিক্রেতা থাকবে না। শিক্ষার্থীরা প্রয়োজনীয় পণ্য নিয়ে নির্দিষ্ট পণ্যের দাম নিজেরা বক্সে রেখে যাবে। সততা স্টোর বিদ্যালয় শিক্ষার্থীদের নৈতিকতা তৈরিতে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। অনুষ্ঠানের সহযোগিতা করেছে মুকসুদপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, অর্থায়নে ফরিদপুরস্থ সমন্বিত জেলা কার্যালয় দুর্নীতি দমন কমিশন।