অ্যান্ডোরায় সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে ক্ষমতাসীন দল

188

অ্যান্ডোরা লা ভেলা (অ্যান্ডোরা), ৮ এপ্রিল, ২০১৯ (বাসস ডেস্ক): অ্যান্ডোরার ক্ষমতাসীন দল রোববারের সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। এর ফলে এখন তাকে সরকার গঠনের জন্য অবশ্যই জোটবদ্ধ হতে হবে। দলটি টানা আট বছর ধরে ক্ষমতায় রয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
দেশটির ২৮ সদস্যবিশিষ্ট সাধারণ পরিষদে মধ্যডানপন্থী ডেমোক্রেটিকস পার অ্যান্ডোরার এখনো সবচেয়ে বেশি সদস্য রয়েছে। তারা ১১টি আসন ও ৩৫ শতাংশ ভোট পেয়েছে।
সোস্যালিস্ট ও লিবারেলদের জোট মাত্র ৪টি আসন পেয়েছে। এই জোটটি ক্ষমতায় যাওয়ার আশা করছিল।
অ্যান্ডোরার দ্বিতীয় বৃহত্তম দল সোস্যাল ডেমোক্র্যাটস পাঁচটি আসন পেয়েছে।