বাজিস-৫ : কর্ণফুলী নদীতে নৌকা উল্টে নিখোঁজ ৪ ব্যক্তির সন্ধান মেলেনি

190

বাজিস-৫
কর্ণফুলি নদীতে- নিখোঁজ ৪
কর্ণফুলী নদীতে নৌকা উল্টে নিখোঁজ ৪ ব্যক্তির সন্ধান মেলেনি
চট্টগ্রাম, ৮ এপ্রিল, ২০১৯ (বাসস) : জেলার কর্ণফুলী নদীতে বাতাসের তীব্রতায় ঢেউয়ের তোরে যাত্রী বোঝাই একটি ইঞ্জিন চালিত নৌকা ডুবে গেছে। মাঝিমাল্লাসহ মোট ১২ জন যাত্রীর মধ্যে ৮ জন ভাসমান অন্যান্য নৌকার সহায়তায় উঠে আসলেও ৪ যাত্রী নিখোঁজ রয়েছে। রোববার রাত সাড়ে ৮টায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ চালাচ্ছেন। চারজনের মধ্যে তিন জনের নাম-পরিচয় জানাতে পেরেছেন স্থানীয়রা। এরা হলেন- কর্ণফুলী থানার জুলধা এলাকার নুরুল ইসলামের ছেলে মো. আকবর (৪০), একই এলাকার আবদুল খালেকের ছেলে মো. হানিফ (৩০) ও শেরপুর জেলার শংকরঘোষ এলাকার আব্দুল করিমের ছেলে হাবিবুর রহমান। বাকি একজন যাত্রীকে চিনেন না কেউ।
ইঞ্জিন চালিত নৌকাটি কর্ণফুলি নদীর দক্ষিণ পাড়ের জুলধা ইউনিয়নের ডাঙ্গারচর ১৩ নম্বর ঘাট থেকে চট্টগ্রাম নগরীর সল্টগোলার উদ্দেশে ছেড়ে আসে। মাঝ নদীতে আসলে প্রচন্ড বাতাসের বেগে যাত্রী বোঝাই নৌকাটি উল্টে যায় বলে জানিয়েছেন আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী। তিনি জানান, সিনিয়র স্টেশন অফিসার জাহেদুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের একটি ডুবুরি দল কর্ণফুলী নদীতে উদ্ধার কাজ চালাচ্ছে। তবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত নিখোঁজ ৪ ব্যক্তির খোঁজ মেলেনি বলে জানিয়েছেন জাহেদুল ইসলাম।
বাসস/জিই/এসকেবি/১৩২০/নূসী