সুদানে সেনা সদরদপ্তরের বাইরে বিক্ষোভকারীদের উপর টিয়্যার গ্যাস নিক্ষেপ নিরাপত্তা বাহিনীর

225

খার্তুম, ৮ এপ্রিল, ২০১৯ (বাসস ডেস্ক) : সুদানের নিরাপত্তা বাহিনীর সদস্যরা সোমবার দেশটির রাজধানী খার্তুমে সেনা সদরদপ্তরের বাইরে বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়্যার গ্যাস নিক্ষেপ করেছে। সেখানে হাজার হাজার বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট ওমর আল বশিরের পদত্যাগের দাবিতে দ্বিতীয় রাতের মতো বিক্ষোভ করছিল। প্রত্যক্ষদর্শীরা একথা জানায়। খবর এএফপি’র।
তারা সেখানে শনিবার থেকে অব্যহতভাবে এই আন্দোলন করে আসছে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা কয়েকটি গাড়িতে করে ভোরে ঘটনাস্থলে আসে।
নাম প্রকাশ না করার শর্তে নিরাপত্তা বাহিনীর এক সদস্য বলেন, ‘এরপর নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়্যার গ্যাস নিক্ষেপ শুরু করে।’
ওই সেনা সদরদপ্তরের পাঁচ কিলোমিটার দূর থেকে বাসিন্দারা গ্যাসের ঝাঁঝ পান।
এক বাসিন্দা বলেন, ‘আমি টিয়্যার গ্যাসের নিক্ষেপের আওয়াজ শুনে আমার বাসার বারান্দায় গেলে বাতাসে গ্যাসের ঝাঁঝ অনুভব করি।’
শনিবার থেকে সেনা কমপ্লেক্সের বাইরে হাজার হাজার বিক্ষোভকারী আন্দোলন করছে।