বাসস দেশ-১০ : বিশিষ্ট মুক্তিযোদ্ধা আওলাদ হোসেন স্বপনের দাফন সম্পন্ন

227

বাসস দেশ-১০
ইন্তেকাল – স্বপন
বিশিষ্ট মুক্তিযোদ্ধা আওলাদ হোসেন স্বপনের দাফন সম্পন্ন
ঢাকা, ৮ জুন, ২০১৮ (বাসস ) : বিশিষ্ট মুক্তিযোদ্ধা আওলাদ হোসেন স্বপনের দাফন সম্পন্ন হয়েছে। ঢাকার ফরিদাবাদ মসজিদে আজ বাদ জুমা জানাজা শেষে জুরাইন কবরস্থানে মুক্তিযোদ্ধাদের জন্য নির্ধারিত স্থানে তাকে দাফন করা হয়।
স্বপন বৃহস্পতিবার রাজধানী ঢাকার ওয়ারীর ওয়্যার স্ট্রিটের নিজ বাসায় দীর্ঘ রোগভোগের পর ইন্তেকাল করেছেন।
তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানার খিদিরপাড়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
আজ ভোরে তার নিজ গ্রামে জানাজা অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা হিসেবে লৌহজং থানা পুলিশ তাকে গার্ড অব অনার প্রদান করে। লৌহজং থানার বিশিষ্ট মুক্তিযোদ্ধাসহ এলাকার বিপুল সংখ্যক মানুষ জানাজায় অংশগ্রহণ করেন।
পরে মরদেহ ঢাকা নিয়ে এসে ফরিদাবাদ মসজিদে বাদ জুমা জানাজা শেষে জুরাইন কবরস্থানে মুক্তিযোদ্ধাদের জন্য নির্ধারিত স্থানে তার লাশ দাফন করা হয়।
বাসস/সবি/কেসি/১৭৩৫/কেজিএ