বাসস ক্রীড়া-১ : অস্ট্রেলিয়ার কাছে হোয়াউটওয়াশ হওয়া সত্ত্বেও ব্যাটসম্যনদের উন্নতিতে খুশি পাকিস্তানের ব্যাটিং কোচ ফ্লাওয়ার

299

ফ্লাওয়ার-ব্যাটিং
অস্ট্রেলিয়ার কাছে হোয়াউটওয়াশ হওয়া সত্ত্বেও ব্যাটসম্যনদের উন্নতিতে খুশি পাকিস্তানের ব্যাটিং কোচ ফ্লাওয়ার
করাচি, ৮ এপ্রিল, ২০১৯ (বাসস) : ইংল্যান্ডে অনুষ্ঠেয় আইসিসি বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার কাছে ৫-০ ব্যবধানে ওয়ানডেতে হোয়াইটওয়াশ হওয়া সত্ত্বেও দলের ব্যাটসম্যানদের উন্নতিতে খুশি পাকিস্তানের ব্যাটিং কোচ গ্রান্ট ফ্লাওয়ার।
সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের মাটিতে এ্যার ফিঞ্চ ও তা দলের কাছে পুরোপুরি পর্যুদস্ত হয়েছে পাকিস্তান দল। তবে তারপরও এ সিরিজ থেকে অনেক কিছুই ইতিবাচক হিসেবে নিতে চান জিম্বাবুইয়ান ফ্লাওয়ার।
ইএসপিএনক্রিকইনফোকে তিনি বলেন, ‘অস্ট্রেলিয়াকে হারানোটা সব সময়ই কঠিন। তারপর বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে বিশ্রাম দেয়া হয়েছে। সুতরাং সে দিক বিবেচনা করলে সিরিজের ফল যতটা খারাপ হওয়ার কথা ছিল ততটা হয়নি।’
হোয়াইটওয়াশ হলেও অস্ট্রেলিয়া সিরিজটি পাকিস্তান দলের জন্য বিশেষভাবে স্মরণীয়। কেননা ২০০৩ সালের পর এই প্রথমবার কোন ওয়ানডে সিরিজে পাকিস্তানের ব্যাটসম্যানরা পাঁচটি সেঞ্চুরি করেছেন। হারিস সোহেল ও মোহাম্মদ রিজওয়ান দু’টি করে এবং আবিদ আলী একটি সেঞ্চুরি করেন।
হাঁটুর ইনজুরির কারণে ক্যারিয়ার শেষ হয়ে যাওয়ার শংকা থেকে ফিরে এসে সিরিজে পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ রান করা হারিস সোহেলের অকুন্ঠ প্রশংসা করেন ফ্লাওয়ার।
ফ্লাওয়ার বলেন, ‘হারিস একজন মানসম্পন্ন খেলোয়াড় এবং সেটা সে দেখিয়ে দিয়েছে। তার হাঁটুর অবস্থা এখন অনেক ভাল এবং নিজের ফিটনেসের জন্য সে অত্যন্ত কঠোর পরিশ্রম করছে। তাকে স্বীকার করতেই হবে যে, ক্যারিয়ারের শুরুতে সে এতটা কঠোর পরিশ্রম করেনি। তবে এখন যে পরিশ্রম করছে তার ফসল সে পাচ্ছে।’
দুই বছর পর ওয়ানডে দলে ফেরা ২৬ বছর বয়সী রিজওয়ান এবং ওয়ানডে অভিষেকেই পাকিস্তানী খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ রান করা ৩১ বছর বয়সী আলীরও প্রশংসা করেন ব্যাটিং কোচ।
তিনি বলেন, ‘রিজওয়ান ভাল খেলছে। তবে এবার তাকে আরো বেশি পরিপক্ক মনে হচ্ছে। কম ক্ষিপ্রতা ও গতির বিপক্ষে তার ইনিংসগুলো আরো ভাল হচ্ছে। শীর্ষ চার-এ ব্যাটিং করতে সে যথেষ্ট ভাল। তবে লোয়ার অর্ডারেও সে ভাল করতে সক্ষম বলে আমি মনে করি। সে পাওয়ার হিটার নয় তবে তারপরও বাউন্ডারি-ওভার বাউন্ডারি হাঁকাতে পারে। দলের মধ্যে তার রানিং বিটুইন দ্য উইকেট সবচেয়ে ভাল।’
আবিদ আলীর বিষয়ে কোচ বলেন, ‘আবিদের সেঞ্চুরি দেখতে অবশ্যই খুব ভাল লেগেছে। সিরিজের আগে খুব বেশি কাজ না করায় তার কাছ থেকে এমন অসাধারণ একটি ইনিংস আমরা আশা করিনি। আমাকে কেবল বলা হয়েছিল সে ভাল খেলোয়াড়। তার এমন ব্যাটিং দেখাটা সত্যিই উৎসাহজনক। ফ্রন্ট ফুট, ব্যাক ফুট, অফ সাইড, লেগ সাইড যাই বলুন না কেন অসাধারণ। অস্ট্রেলিয়ানরা তার খেলা দেখে মুগ্ধ।’
মজার বিষয় হচ্ছে পাকিস্তান দলের প্রথম পছন্দের কেউই সেঞ্চুরি করতে পারেননি। বিশ্ব্কাপের মাত্র দুই মাস আগে দলের ব্যাটিং শক্তি নিয়ে অবশ্যই কিছুটা চিন্তিত পাকিস্তান। তবে তারপরও এই দল নিযে দারুণ উপভোগ করছেন গত পাঁচ বছর যাবত পাকিস্তানের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করা ফ্লাওয়ার।
তিনি বলেন, ‘সত্যিই খেলোয়াড়দের সঙ্গটা আমি দারুণ উপভোগ করি। আমার মনে তারাও আমার সঙ্গে কাজ করাটা উপভোগ করে, তারা জানে আমি সৎ। কথা বলার সময় আমি তাদের অতীত নিয়ে কথা বলিনা। আমি তাদের উন্নতি দেখছি এবং দেখবেন গড়ে সকলেই ভাল করছেন। তবে এই মুহূর্তে প্রাধান্য পচ্ছে বিশ্বকাপ। এটা উন্মুক্ত একটা টুর্নামেন্ট। সুতরাং এখন আমরা দেখব কেমন যায় এ টুর্নামেন্ট। আমি পাঁচ বছর যাবত দায়িত্ব পালন করছি এবং সেটা খুব ভালভাবে চলছে।’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩১ মে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে পাকিস্তান। মেগা এ ইভেন্টের আগে ইংল্যান্ড সফরে স্বাগতিকদের বিপক্ষে পাঁচ ওয়ানডে ও একমাত্র টি-২০ ম্যাচের খেলবে পাকিস্তান।
বাসস/স্বব/০৯৩০/মোজা/এএমটি