বাসস ক্রীড়া-৫ : বিশ্বকাপের জন্য রাশিয়া পৌছেছে স্পেন ও পানামা

247

বাসস ক্রীড়া-৫
ফুটবল-বিশ্বকাপ-স্পেন
বিশ্বকাপের জন্য রাশিয়া পৌছেছে স্পেন ও পানামা
মস্কো, ৮ জুন ২০১৮ (বাসস/এএফপি): শ্বিকাপের ২১তম আসরে অংশ নিতে বৃহস্পতিবার রাশিয়া পৌঁছেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ও অভিষিক্ত হতে যাওয়া পানামা। ফলে এক সপ্তাহ আগে সৌদি আরব সহ মোট তিনটি দল বিশ্বকাপে অংশগ্রহনের লক্ষ্যে রাশিয়া প্ৗেছাল।
২০১০ সালে বিশ্বকাপের শিরোপা জয়ী স্পেন এবারের আসরেও ফেভারিট দলগুলোর একটি। নতুন কোচ জুলেন লোপেতেগুই’র অধীনস্থ দলটি টানা ১৯ ম্যাচ ধরে অপরাজিত আছে। ২০১৬ ইউরোর পর স্পেনের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন লোপেতেগুই।
স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ নিজেই দলকে বিদায় জানিয়েছেন। ক্রাসনদারের দক্ষিনাঞ্চলিয় শহরে নিজেদের বেস ক্যাম্পে দলটি আগামীকাল একটি অনুশীলন ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে তিউনিশিয়ার বিপক্ষে।
আগামী ১৫ জুন ২০১৪ সালের শীতকালীন অলিম্পিকের আয়োজক শহর সোচিতে পর্তুগালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে স্পেন। বি’ গ্রুপের ওই ম্যাচের জয়ী দলটিই শেষ পর্যন্ত গ্রুপ সেরা হিসেবে দ্বিতীয় পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। এই গ্রুপের বাকী দল দুটি হচ্ছে মরক্কো ও ইরান।
এদিকে কনকা কাপ অঞ্চলে যুক্তরাস্ট্রের মত দলকে টপকে প্রথমবারের মত বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে পানামা। গ্রুপ জি ভুক্ত দলটির দ্বিতীয় রাউন্ডে খেলতে হলে আরো বড় অঘটনের জন্ম দিতে হবে। কারণ তাদের গ্রুপের বাকী দল তিনটি হচ্ছে বেলজিয়াম, ইংল্যান্ড ও তিউনিশিয়া। যারা আসরের ডাকসাইটে দলগুলোর তালিকায় রয়েছে। ফিফার সর্বশেষ র‌্যাংকিংয়ে ১৪তম অবস্থানে উঠে এসেছে তিউনিশিয়া।
অসলোতে একটি বাজে পরিস্থিতির মধ্যে গত মঙ্গলবার বিশ্বকাপের প্রস্তুতি শেষ করেছে মধ্য পানামা। স্বাগতিক নরওয়ের কাছে ১-০ গোলে পরাজিত হওয়া দলটির হোটেল কক্ষে চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়া মালামালের মুল্য ৫৩ হাজার ইউরোর সমপরিমান বলে জানিয়েছে পুলিশ। দুই দলেরই রাশিয়া পৌঁছানোর দৃশ্য সরাসরি সম্প্রচার করেছে দেশটির জাতীয় টেলিভিশন চ্যানেল।
বাসস/এএফপি/এমএইচসি/১৭২৫/স্বব