বাসস ক্রীড়া-১০ : এফএ কাপের ফাইনালে পৌছলেও ‘চার শিরোপা জয় অসম্ভব’: গার্দিওলা

199

বাসস ক্রীড়া-১০
ফুটবল-ইংলিশ-কাপ-ম্যানসিটি-গার্দিওলা
এফএ কাপের ফাইনালে পৌছলেও ‘চার শিরোপা জয় অসম্ভব’: গার্দিওলা
লন্ডন, ৭ এপ্রিল ২০১৯ (বাসস/এএফপি) : ব্রাইটনকে হারিয়ে শনিবার এফএ কাপের ফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি। তবে ম্যাচে জয় পাওয়া দলের প্রধান কোচ পেপ গার্দিওলা মনে করেন মৌসুমের ‘চার শিরোপা’ (কোয়াড্রপল) জয় করাটা প্রায় অসম্ভব ব্যাপার। জেসুসের গোলে সীগার্লদের হারিয়ে এফএ কাপের ফাইনাল নিশ্চিত হলেও চার শিরোপা জয়ের জন্য তাদেরকে এখনো পাড়ি দিতে হবে দীর্ঘ পথ। মৌসুমের বাকী ২৩ ম্যাচের মধ্যে জয়লাভ করতে হবে ২২টিতেই।
আগামী ১৮মে ওয়েম্বলিতে এফএ কাপের ফাইনালে ওয়াটফোর্ড অথবা উলভেসের মোকাবেলার আগে আগামী মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লীগের ম্যাচে টটেনহ্যামের মোকাবেলা করতে হবে সিটিজেনদের। আর প্রিমিয়ার লীগে লিভারপুলের সঙ্গে চলছে পাল্টাপাল্টি লড়াই। এসব কারণেই গার্দিওলা মনে করেন মৌসুমের চারটি শিরোপা ঘরে তোলাটা এক কথায় ‘অলৌকিক ব্যাপার’।
গার্দিওলা বলেন, ‘আমি আপনাদের সামনে এই ঘোষণা দিতে চাই যে ‘চার শিরোপা জয়’ করা প্রায় অসম্ভব ব্যাপার।’ এই ধরনের প্রতিযোগিতায় দলকে বাঁচিয়ে রাখাটা ‘অলৌকিক’ ব্যাপার। যদিও আমরা এই লড়াইয়েই রয়েছি, ছেলেরা এই সাফল্য অর্জন করতে পারলে সেটি হবে অসাধারণ একটি ব্যাপার।’
কাতালান এই কোচ বলেন, ‘প্রতিটি ম্যাচের পরই আমরা (ইনজুরির কারণে) কোন না কোন খেলোয়াড়কে হারাচ্ছি। দীর্ঘ সময় ধরে খেলতে গেলে এমনটা হতেই পারে। তবে শেষ পর্যন্ত আমরা চেষ্টা করে যাব।’
তিনি অনুযোগের সুরে বলেন,‘ আপনি কি ভাবতে পারেন, এক মৌসুমে আমরা ৬০টি ম্যাচ খেলছি। এর মধ্যে আবার ৫-০ গোলেও জয় পাচ্ছি। প্রতিটি ম্যাচেই কি এমন ভাল পারফর্মেন্স সম্ভব। আমার মনে হয় স্যার এ্যালেক্স ফার্গুসন যখন ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ ছিলেন এবং ট্রেবল জয় করেছিলেন, তখনো সব ম্যাচে ভাল খেলা সম্ভব হয়নি। সব ম্যাচে চার বা পাঁচ শূন্য গোলে জয়লাভ করা সহজ ছিল না।’
বাসস/এএফপি/এমএইচসি/১৯০৫/মোজা/স্বব