বাসস দেশ-২৬ : সুবর্ণচরে পাশবিক নির্যাতনের মামলায় চারজন রিমান্ডে

373

বাসস দেশ-২৬
পাশবিক নির্যাতন-রিমান্ড
সুবর্ণচরে পাশবিক নির্যাতনের মামলায় চারজন রিমান্ডে
নোয়াখালী, ৭ মার্চ ২০১৯ (বাসস) : জেলার সুবর্ণচরের চরজব্বর ইউনিয়নের উত্তর বাগ্যায় এক নারীকে পাশবিক নির্যাতনের ঘটনায় দায়েরকৃত মামলায় প্রধান আসামি বেচু মাঝিসহ চার আসামির রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
রোববার দুপুরে জেলার ২ নম্বর আমলী আদালতের বিচারক নবনীতা গুহ প্রধান আসামি বেচু মাঝিকে (৩৫) দুই দিন এবং অপর তিন আসামী রুবেল, রায়হান ও আরমানকে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. ইব্রাহীম খলিল জানান, মামলার এজাহারভুক্ত আরেক আসামি ফজলু রোববার সকালে একই আদালতে আত্মসমর্পণ করলে আদালত তার জামিন নামঞ্জুর করে জেলে প্রেরণের নির্দেশ দেন।
তিনি আরো জানান, মামলায় এ পর্যন্ত পুলিশ এজাহারভুক্ত আট জনকে গ্রেফতার করে। এর মধ্যে, প্রধান আসামী বেচু মাঝি ও মো. হেলাল ওরফে রিপন (২৮) সহ আরো দুইজন আদালতে আত্মসমার্পণ করে।
গত ৩১ মার্চ নোয়াখালীর সুবর্ণচরের চরজব্বর ইউনিয়নের উত্তর বাগ্যায় ওই নারী পাশবিক নির্যাতনের শিকার হন। পরের দিন নির্যাতিতার স্বামী আট জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত আরো চারজনসহ মোট ১২ জনকে আসামী করে চর জব্বর থানায় মামলা দায়ের করেন।
বাসস/সংবাদদাতা/এমএমবি/১৮৩০/এসই