বাজিস-১১ : দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আ’লীগের নিরঙ্কুশ বিজয়

187

বাজিস-১১
দিনাজপুর- আইনজীবী- সমিতির
দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আ’লীগের নিরঙ্কুশ বিজয়
দিনাজপুর, ৭ এপ্রিল, ২০১৯ (বাসস) : দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয় হয়েছে। ১৫টি পদের মধ্যে সভাপতি-সাধারণ সম্পাদক ও কোষাধ্যসহ ১৩টি পদে আওয়ামী লীগ প্রার্থীরা বিজয়ী হয়েছেন। শুধু মাত্র ২টি নির্বাহী সদস্য পদে জয়ী হয়েছেন বিএনপি প্রার্থীরা।
আজ রোববার দুপুর ১২টায় দিনাজপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এ্যাডঃ হাসনে ইমাম নয়ন। নির্বাচনে ১৫টি পদের বিপরীতে ২টি প্যানেলে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যজোটের ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
সভাপতি পদে আওয়ামী লীগের এ্যাডঃ মোঃ নুরুজ্জামান জাহানী ৩০৬ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির এ্যাডঃ মোঃ একরামুল আমিন পেয়েছেন ১৯২ ভোট। সহ-সভাপতি ২টি পদে আওয়ামী লীগের এ্যাডঃ নাসিমা আখতার রেনু ৩৪৩ ভোট ও এ্যাডঃ নুরুল ইসলাম (৪) ২৮০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর ২ বিএনপির প্রার্থী এ্যাডঃ মোঃ আবু আলী চৌধুরী ১৫০ ও এ্যাডঃ মঞ্জুরুল হক ১৪৬ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে সর্বোচ্চ ৪০৩ ভোট পেয়ে আওয়ামী লীগের এ্যাডঃ মোঃ তহিদুল হক সরকার পুনরায় নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এ্যাডঃ মোঃ খয়রাত আলী পেয়েছেন ৯৬ ভোট। সহ-সাধারণ সম্পাদক ২টি পদে আওয়ামী লীগের এ্যাডঃ সারওয়ার আহমেদ বাবু ৩২৪ ভোট ও এ্যাডঃ মোঃ খাদেমুল ইসলাম ২৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এ্যাডঃ মোঃ রইস উদ্দীন পেয়েছেন ২৩৪ ভোট ও এ্যাডঃ মোঃ তারিকুল ইসলাম তারিক পেয়েছেন ১৩১ ভোট। কোষাধ্যক্ষ পদে আওয়ামী লীগের এ্যাডঃ মোঃ মজনু সরদার ২৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির এ্যাডঃ মোঃ সাইফুল ইসলাম (২) ২১৬ ভোট পেয়েছেন। শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক পদে আওয়ামী লীগের এ্যাডঃ মোঃ কামরুজ্জামান শামস বুলবুল ২৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির এ্যাডঃ খুরশিদা পারভিন জলি পেয়েছেন ২৫০ ভোট। সমাজ কল্যাণ সম্পাদক পদে আওয়ামী লীগের এ্যাডঃ মোঃ দেলোয়ার হোসেন (২) ২৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির এ্যাডঃ মোঃ মাইনুল আলম পেয়েছেন ২৪১ ভোট। পাঠাগার সম্পাদক পদে আওয়ামী লীগের এ্যাডঃ রনি চন্দ্র রায় ২৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির এ্যাডঃ মোঃ আজেদুর রহমান ২২৯ ভোট পেয়েছেন। ৫টি সদস্য পদে আওয়ামী লীগের এ্যাডঃ মাহবুব কায়সার ইমন ৩২০ ভোট, বিএনপির এ্যাডঃ মোঃ ফখরুদ্দিন আলী আশরাফ ২৮২ ভোট, আওয়ামী লীগের এ্যাডঃ মোঃ মকসেদুর রহমান শাহজাদা ২৬৯ ভোট, বিএনপির এ্যাডঃ সাবিনা ইয়াসমিন (২) ২৫৩ ভোট ও আওয়ামী লীগের এ্যাডঃ দিলারা ইয়াসমিন ইতি ২২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী আওয়ামী লীগের এ্যাডঃ এসএমজি মোস্তাকিম ২১৮ ভোট, বিএনপি এ্যাডঃ আবু বকর সিদ্দিক (৪) ২১০ ভোট, বিএনপির এ্যাডঃ মোঃ মইনুল হোসেন মামুন ২০৮ ভোট, আওয়ামী লীগের এ্যাডঃ মোঃ মিজানুর রহমান (২) ১৩২ ভোট ও বিএনপির এ্যাডঃ মোঃ একরামুল হক ১০৯ ভোট পেয়েছেন।
বাসস/সংবাদদাতা/১৮১০/মরপা