কুড়িগ্রামে দক্ষ শ্রমিক সৃষ্টি বিষয়ক গোল টেবিল বৈঠক

204

কুড়িগ্রাম, ৭ এপ্রিল (২০১৯) : জেলায় পাটজাত পণ্য উৎপাদনে কারিগরী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ শ্রমিক সৃষ্টি বিষয়ক এক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার জেলা কালেক্টরেট সম্মেলন কেন্দ্রে জেলা প্রশাসক সুলতানা পারভীনের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন পলি টেকিনিক্যাল ইনস্টিটিউটের অধ্যক্ষ কৃষিবিদ মো: মনজুর হোসেন, কুড়িগ্রাম কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো: আইনুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জিলুফা ইয়াসমিন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, প্রাকটিক্যাল এ্যাকশান বাংলাদেশের এরিয়া ম্যানেজার কাজি মোরশেদ আলম, জেলা সমন্বয়ক রাকিবুল বাহার প্রমুখ।
প্রাকটিক্যাল এ্যাকশন বাংলাদেশের আয়োজনে গোলটেবিল বৈঠকে আয়োজকরা জানান, কুড়িগ্রামসহ এ অঞ্চলের কৃষকরা প্রচলিত নিয়মে পাট থেকে আঁশ ছড়ালেও আধুনিক পদ্ধতিতে পাটের আঁশ ছড়ানোর মেশিন সহজলভ্য করে তোলার ব্যাপারে উদ্যোগ নেয়া হয়েছে। সেই সাথে পাট থেকে উৎপাদিত পণ্য তৈরির প্রশিক্ষণের ব্যবস্থা, বাজারজাতকরণ সহজলভ্য করতে নিয়মিত প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এতে করে কৃষকদের পাটের মান যেমন ভালো হচ্ছে তেমনি পাট পণ্য বিক্রি করে পাটের ন্যায্য মূল্য পাচ্ছেন কৃষকরা।
বৈঠকে কৃষক, বিসিক শিল্প নগরীর কর্মকর্তা, কৃষিবিদ, যুব উন্নয়ন কর্মকর্তা, সাংবাদিকসহ বিভিন্ন সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।