বাজিস-১০ : নীলফামারীতে সুবিধা বঞ্চিত শিশুদের সাথে ঈদ উদযাপন করবে চিলড্রেন টাস্ক ফোর্স

109

বাজিস-১০
নীলফামারী- সুবিধা বঞ্চিত শিশু
নীলফামারীতে সুবিধা বঞ্চিত শিশুদের সাথে ঈদ উদযাপন করবে চিলড্রেন টাস্ক ফোর্স
নীলফামারী, ৭ এপ্রিল ২০১৯ (বাসস): জেলার সুবিধা বঞ্চিত শিশুদের সাথে আগামী ঈদ উদযাপনের সিদ্ধান্ত নিয়েছেন ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্সের (এনসিটিএফ) সদস্যরা।
আজ রোববার দুপুরে জেলা শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় এ সিদ্ধান্ত গ্রহন করা হয়। সভায় সংগঠনের নতুন সদস্য অর্šÍভুক্তি ও জেলার প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ে এনসিটিএফ ক্লাব গঠনের সিদ্ধান্ত হয়।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোস্তাক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন- সনাক’র সভাপতি এসএম সফিকুল আলম, নীলফামারী সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রাব্বানী, ছমিরউদ্দিন স্কুল এ- কলেজের অধ্যক্ষ মেজবাউল হক, কালেক্টরেট পাবলিক স্কুল এ- কলেজের সহকারি প্রধান শিক্ষক জাহানারা রহমান, সেচ্ছাসেবী সংগঠন ‘ভিশন ২০২১’র প্রধান সমন্বয়কারী ওয়াদুদ রহমান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এনসিটিএফ’র সভাপতি রাকিব রহমান ও সাধারণ সম্পাদক নোশিন তাবাসুম।
বাসস/সংবাদদাতা/১৭৫৫/এমকে