বাসস দেশ-১৭ : আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদন করতে হবে : শিল্পসচিব

143

বাসস দেশ-১৭
শিল্পসচিব-কর্মশালা-উদ্বোধন
আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদন করতে হবে : শিল্পসচিব
ঢাকা, ৭ এপ্রিল, ২০১৯ (বাসস) : শিল্পসচিব মো. আবদুল হালিম বলেছেন, শুধু দেশিয় বাজারের জন্য নয়, আন্তর্জাতিক বাজারের চাহিদার প্রতি লক্ষ্য রেখে পণ্য উৎপাদন করতে হবে।
আজ রোববার তেজগাঁওস্থ বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) সভাকক্ষে ‘জাতীয় গুণগত মাননীতি বাস্তবায়ন এবং বাংলাদেশ জাতীয় গুণগতমান ও কারিগরি নিয়ন্ত্রণ কাউন্সিল প্রতিষ্ঠা প্রকল্পের সচেতনকরণ’ (বিএনকিউটিআরসি) কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আবদুল হালিম বলেন, আন্তর্জাতিক মানের পণ্য উৎপাদন ছাড়া বাংলাদেশের পণ্য বিশ্ব বাজারে ছড়িয়ে দেয়া সম্ভব নয়। দীর্ঘমেয়াদে টিকে থাকতে হলে মানসম্পন্ন পণ্য উৎপাদনের বিকল্প নেই।
শিল্পসচিব বলেন, বিএসটিআই দেশের একমাত্র জাতীয় মান সংস্থা। ভোক্তাগণ যাতে বিএসটিআই’র মানচিহ্নের প্রতি আস্থা অর্জন করতে পারে বিএসটিআইকে সে লক্ষ্যে কাজ করতে হবে।
বিএনকিউটিআরসি’র প্রকল্প পরিচালক ডা. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে বিএসটিআই মহাপরিচালক মো. মুয়াজ্জেম হোসাইন, বাংলাদেশ এ্যাক্রেডিটেশন বোর্ড (ব্যাব)-এর মহাপরিচালক মো. মনোয়ারুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
বাসস/সবি/বিকেডি/১৭২০/-জেজেড