বাজিস-৪ : পঞ্চগড়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু

207

বাজিস-৪
পঞ্চগড়-বিজ্ঞান মেলা
পঞ্চগড়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
পঞ্চগড়, ৭ এপ্রিল, ২০১৯ (বাসস) : জেলার দেবীগঞ্জে আজ সকালে দু’দিনব্যাপী ৪০তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা এবং ৪০ তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড শুরু হয়েছে। সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্ধোধন করেন, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক চিশতী। জাতীয় বিজ্ঞান প্রযুক্তি যাদুঘর ও বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয় যৌথ্যভাবে এ মেলার আয়োজন করে। এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় র‌্যালিটি। র‌্যালি শেষে হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
উপজেলা নির্বাহী অফিসার প্রত্যয় হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অঅিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক চিশতী। অন্যান্যদের মধ্যে দেবীগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ আনিছুর রহমান, উপজেলা মাধ্যমিক অফিসার মোঃ সলিমুল্লাহ ও দেবীগঞ্জ এনএন সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইতিশ চন্দ্র। উপজেলা পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ র‌্যালি ও আলোচনা সভায় অংশ নেন। উপজেলার মাধ্যমিক বিদ্যালয়গুলো থেকে ৩০ টি বিদ্যালয় মেলায় স্টল দিয়েছে। আগামীকাল সোমবার পর্যন্ত এ মেলা চলবে।
বাসস/সংবাদদাতা/কেইউ/১২৫৫/নূসী