বাজিস-৩ : পিরোজপুরে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্তদের জন্য গৃহ নির্মাণ

322

বাজিস-৩
পিরোজপুর-গৃহনির্মাণ
পিরোজপুরে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্তদের জন্য গৃহ নির্মাণ
পিরোজপুর, ৭ এপ্রিল, ২০১৯ (বাসস) : জলবায়ু পরিবর্তনজনিত কারণে ক্ষতিগ্রস্ত গৃহহীন দরিদ্র জনগণের অর্থনৈতিক উন্নয়নে উপকূলীয় জেলা পিরোজপুরে গৃহ নির্মাণ করা হয়েছে। জলবায়ু ট্রাস্ট ফান্ডের অর্থায়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ৬ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে একশ’টি দ্বিতল ভবন নির্মাণের কাজ শেষ হয়েছে। প্রতিটি গৃহ নির্মাণের জন্য বরাদ্দ করা হয়েছে ৬ লাখ ৯২ হাজার টাকা।
সিডর আইলাসহ বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগে ঝুঁকির মধ্যে থাকা পিরোজপুর জেলার দরিদ্র জনগণের স্বার্থে প্রাথমিকভাবে ভান্ডারিয়া, কাউখালী এবং ইন্দুরকানী উপজেলার ১৫টি ইউনিয়নের একশ’টি গৃহ নির্মাণ করা হয়েছে। ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া, নদমূল্লা, ইকড়ি, তেলিখালী, ধাওয়া, ভান্ডারিয়া সদর ও গৌরিপুর ইউনিয়নে ৬০টি কাউখালী উপজেলার সয়না, আমরাঝুড়ি, কাউখালী সদর, চিরাপাড়া ও শিয়ালকাঠী ইউনিয়নের ২৫টি এবং ইন্দুরকানী উপজেলার বালিপাড়া, পত্তাসি ও পাড়েরহাট ইউনিয়নের ১৫টি মিলে মোট ১ শতটি গৃহ নির্মাণ করা হয়েছে। প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবার এর নিজস্ব জমিতে তৈরি এ ভবনে রান্নঘর ১টি, বাথরুম ১টি ছাড়াও ১২ ফুট ৬ ইঞ্চি দৈর্ঘ্যের ১০ ফুট ৩ ইঞ্চি প্রস্থের ২টি শয়ন কক্ষ রয়েছে। জলবায়ু পরিবর্তনজনিত কারণে ক্ষতিগ্রস্ত গৃহহীন দরিদ্র পরিবারগুলোকে বিনামূল্যে এসব গৃহ হস্তান্তর করা হয়েছে। তাদের যথাযথভাবে পূনর্বাসিত করা হবে বলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সুশান্ত রঞ্জন রায় বাসস কে জানান। তিনি বলেন, এ গৃহসমূহ সম্পূর্ণ ঘূর্ণিঝড় সহনীয় ও জলোচ্ছ্বাস, বন্যাসহ সকল প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সক্ষম এবং এর ফলে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত মানুষদের টেকসই পুনর্বাসন নিশ্চিত হল।
বাসস/সংবাদদাতা/মমআ/১১২৫/-নূসী