বাজিস-১৭ : শিক্ষার উন্নয়ন ছাড়া জাতির উন্নয়ন সম্ভব নয় : বিমান প্রতিমন্ত্রী

334

বাজিস-১৭
বিমান- প্রতিমন্ত্রী
শিক্ষার উন্নয়ন ছাড়া জাতির উন্নয়ন সম্ভব নয় : বিমান প্রতিমন্ত্রী
হবিগঞ্জ, ৬ এপ্রিল ২০১৯ (বাসস) : বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী বলেছেন, শিক্ষার উন্নতি ছাড়া দেশের উনয়ন সম্ভব নয়। একটা জাতির উন্নতির জন্য প্রথমে জাতিকে শিক্ষিত করে তোলা প্রয়োজন। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে নানা কর্মসূচি হাতে নিয়েছেন।
তিনি শনিবার দুপুরে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের একডালা উচ্চ বিদ্যালয়ে এক অভিভাবক সমাবেশে এ কথা বলেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈন উদ্দিন ইকবাল, ইউপি চেয়ারম্যানসহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে তিনি বিদ্যালয়ে একটি নতুন একাডেমীক ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করেন। শিক্ষা প্রকৌশল বিভাগ ৮৭ লাখ টাকা ব্যয়ে ৪ তলা বিশিষ্ট এ ভবন নির্মাণ করছে।
এর আগে চুনারুঘাটে কৃমি সপ্তাহের উদ্বোধন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রে শিশুকে কৃমি নাশক ট্যাবলেট খাইয়ে এ কর্মসূচীর উদ্বোধন করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্বাস্থ্য কর্মকর্তাসহ গণমান্য ব্যক্তিবর্গ উপস্তিত ছিলেন।
বাসস/সংবাদদাতা/২০৩৫/মরপা