বাসস দেশ-২৮ : অভিনেতা টেলিসামাদের মৃত্যুতে ঢাবি উপাচার্যের শোক

283

বাসস দেশ-২৮
টেলিসামাদ-মৃত্যু-শোক
অভিনেতা টেলিসামাদের মৃত্যুতে ঢাবি উপাচার্যের শোক
ঢাকা, ৬ এপ্রিল, ২০১৯ (বাসস) : বাংলাদেশের চলচ্চিত্র জগতের জনপ্রিয় কৌতুক অভিনেতা টেলিসামাদের মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ এক শোক বার্তায় উপাচার্য বলেন, টেলিসামাদ ছিলেন বাংলাদেশের চলচ্চিত্র জগতে এক শক্তিশালী ও জনপ্রিয় কৌতুক অভিনেতা । তিনি গত চার দশক ধরে প্রায় ৬০০ চলচ্চিত্রে দুর্দান্ত অভিনয় করে দর্শকদের মন জয় করে অসাধারণ জনপ্রিয়তা অর্জন করেছেন।
নিজের অভিনয় শৈলী দিয়ে তিনি দর্শকদের বিনোদন ও হাসিতে সারাক্ষণ মাতিয়ে রাখতেন বলে উপাচার্য উল্লেখ করেন।
উপাচার্য মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
টেলিসামাদ ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের গ্রাফিক ডিজাইন বিভাগ থেকে লেখাপড়া সম্পন্ন করে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। তিনি আজ শনিবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে … রাজেউন)। তার বয়স হয়েছিল ৭৪ বছর।
বাসস/সবি/এমএমবি/২০০০/জেজেড