বাজিস-১২ : ফেনীতে সড়ক বিভাগের ৯টি প্রকল্পের কাজ সম্পন্ন

147

বাজিস-১২
ফেনী-সড়ক- প্রকল্প
ফেনীতে সড়ক বিভাগের ৯টি প্রকল্পের কাজ সম্পন্ন
ফেনী, ৬ এপ্রিল ২০১৯ (বাসস) : জেলায় ৩৪৬ কোটি তিন লাখ টাকা ব্যয়ে ৯টি উন্নয়নমূলক প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এসব সড়ক ও সেতু নির্মাণ প্রকল্প বাস্তবায়নের ফলে জেলার যোগাযোগ ব্যবস্থা উন্নতির পাশাপাশি গ্রামীণ এলাকা থেকে কৃষিজাত পণ্য বাজারজাতকরণের সুযোগ সৃষ্টি হয়েছে।
সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, সম্পন্ন হওয়া প্রকল্পগুলির মধ্যে রয়েছে- ৫টি সড়ক উন্নয়ন ও সম্প্রসারন, ৩টি সেতু নির্মাণ এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহিপালে ফ্লাইওভার নির্মাণ।
সড়কগুলি হচ্ছে বক্তারমুন্সি-দাগনভূঞা সড়ক, ফেনী- নোয়াখালী সড়ক, দাগনভূঞা-কোম্পানীগঞ্জ সড়ক, সোনাগাজী-সোনাপুর সড়ক ও ফেনী-কোরেশমুন্সি সড়ক।
বাসস/সংবাদদাতা/১৯১৫/এমকে