কৌতুক অভিনেতা টেলিসামাদ আর নেই, আজ দাফন

441

ঢাকা, ৭ এপ্রিল, ২০১৯ (বাসস ) : জনপ্রিয় কৌতুক অভিনেতা টেলিসামাদ ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি… রাজিউন)। গতকাল বেলা দেড়টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন।
তার বয়স হয়েছিল ৭৪ বছর। তার দুই ছেলে এবং দুই মেয়ে । বড় ছেলে যুক্তরাষ্ট্রে থাকেন।
আজ মুন্সিগঞ্জের নয়াগাঁও এর পারিবারিক কবর স্থানে জানাজা শেষে তার মরদেহ দাফন করার কথা।
পারিবারিক সূত্রে জানা গেছে শুক্রবার বাসায় অসুস্থ হওয়ার পর তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা টেলি সামাদকে এর আগে ২০১৭ সালে যুক্তরাস্ট্রে বাইপাস সার্জারি করা হয়। এরপর ২০১৭ সালের ২৭ সেপ্টেম্বর তিনি কিছুটা সুস্থ হয়ে দেশে ফেরেন। কিন্তু দেশে আসার পর অক্টোবর ও নবেম্বরে দু’দফা স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় টেলি সামাদকে। গত বছরের ২০ অক্টোবর জরুরি অস্ত্রোপচার করা হয় তার বাঁ পায়ের বৃদ্ধাক্সগুলে। সে সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলি সামাদের পাশে এসে দাঁড়ান এবং চিকিৎসা বাবদ আর্থিক অনুদান দেন।
টেলি সামাদের আসল নাম আবদুস সামাদ। তবে দর্শকদের কাছে ‘টেলিসামাদ’ নামে তিনি বেশি পরিচিতি পান।
১৯৪৫ সালের ৮ জানুয়ারি মুন্সিগঞ্জের নয়াগাঁও এলাকায় তিনি জন্মগ্রহণ করেন। ১৯৭৩ সালে পরিচালক নজরুল ইসলামের ‘কার বউ’ চলচ্চিত্রে তিনি প্রথম অভিনয় করেন। চার দশকে প্রায় ছয়শ’ চলচ্চিত্রে অভিনয় করেছেন। টেলিসামাদ শেষ কাজ করেছেন অনিমেষ আইচের ‘জিরো ডিগ্রি’ ছবিতে। অভিনয়ের বাইরে অর্ধশতাধিক চলচ্চিত্রে তিনি গান গেয়েছেন।
শুধু চলচ্চিত্র অভিনয় নয় টেলিভিশনেও বিভিন্ন নাটকে নানা ধরনের চরিত্রে তাঁর দুর্দান্ত অভিনয় দর্শকের মনে এখনও স্থান করে আছে। আশির দশকে প্রয়াত আমজাদ হোসেনের লেখা প্রতি ঈদের বিশেষ নাটকে টেলিসামাদের উপস্থিতি এখনও দর্শকদের স্মৃতির দরজায় কড়া নারে।
টেলি সামাদ পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় । একটি ছবির সংগীত পরিচালনাও করেছেন তিনি।