রাজধানী ও নারায়ণগঞ্জে বিভিন্ন প্রজাতির ৩৩৬টি পাখি উদ্ধার

157

ঢাকা, ৬এপ্রিল, ২০১৯ (বাসস) : রাজধানী ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে বিভিন্ন প্রজাতির ৩৩৬টি পাখি ও পাখির ছানা উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে।
শুক্রবার ঢাকার কামরাঙ্গীরচর, নারায়ণগঞ্জের চাষাড়া এবং ফতুল্লা এলাকায় পৃথক অভিযান চালিয়ে বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের সদস্যরা পাখিগুলো উদ্ধার করে।
উদ্ধারকৃত পাখিগুলোর মধ্যে রয়েছে-২৫৫টি মুনিয়া, ৫০টি টিয়া, ১৮টি শালিক, আটটি ঘুঘু ও পাঁচটি ময়না।
বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক আজ শনিবার বাসসকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার ঢাকার কামরাঙ্গীরচর, নারায়ণগঞ্জের চাষাড়া এবং ফতুল্লা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৩৩৬টি পাখি ও পাখির ছানা উদ্ধর করা হয়।
বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক মিহির কুমার দে আজ বাসসকে জানান, আইন অনুযায়ী কোনও পাখি ধরা, শিকার করা বা আবদ্ধ রাখা দন্ডনীয় অপরাধ। পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে।