বাজিস-৯ : ২১ কোটি টাকা ব্যয়ে ভান্ডারিয়া হাসাপাতাল নির্মিত হচ্ছে

114

বাজিস-৯
পিরোজপুর-হাসপাতাল
২১ কোটি টাকা ব্যয়ে ভান্ডারিয়া হাসাপাতাল নির্মিত হচ্ছে
পিরোজপুর, ৬ এপ্রিল, ২০১৯ (বাসস) : জেলার ভান্ডারিয়া উপজেলা সদরে ১শ শয্যার হাসপাতাল ভবন নির্মাণ কাজের ৫০ ভাগ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। বাকি কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। এ হাসপাতাল নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২১ কোটি ৬০ লক্ষ ৮১ হাজার টাকা। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পিরোজপুরের সিনিয়র সহকারী প্রকৌশলীর কার্যালয় এ ভবন নির্মাণ কাজের তদারকি করছে।
২০১৮-২০১৯ অর্থ বছরে শুরু হওয়ায় এ হাসপাতাল ভবনের নির্মাণ কাজ ২০২০-২০২১ সালের মধ্যেই শেষ হবে বলে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পিরোজপুরের সিনিয়র সহকারি প্রকৌশলী মো. নাজমুল হক জানিয়েছেন। তিনি আরো জানান, কাজের মান বজায় রাখার লক্ষ্যে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলীরা নিয়োজিত রয়েছে। মুক্তিযোদ্ধা রাজনীতিবিদ খান এনায়েত করিম জানান ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধিতে দেশের মানুষের স্বাস্থ্য সমস্যা ও সেবার চাহিদা বৃদ্ধি পাচ্ছে। এ চাহিদা পূরণ করতে বর্তমান সরকার ভান্ডারিয়াসহ দেশের সকল হাসপাতালের শয্যা সংখ্যা বৃদ্ধি করার পদক্ষেপ গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিকে ৫০ থেকে ১শত শয্যায় উন্নীত করা হয়েছে। এ হাসপাতালের নির্মাণ কাজ শেষ হলে ভান্ডারিয়া এবং এর পাশর্^বর্তী এলাকার লাখো মানুষ উপকৃত হবে।
বাসস/সংবাদদাতা/আহো/১৫২০/নূসী