বাসস দেশ-৭ : রাজধানীতে র‌্যাবের সাথে গুলিবিনিময়ে গাড়ি চোরচক্রের দুই সদস্য নিহত

151

বাসস দেশ-৭
গুলিবিনিময়-নিহত
রাজধানীতে র‌্যাবের সাথে গুলিবিনিময়ে গাড়ি চোরচক্রের দুই সদস্য নিহত
ঢাকা, ৫ এপ্রিল, ২০১৯ (বাসস) : রাজধানীর তেজগাঁওয়ে র‌্যাবের সঙ্গে গুলিবিনিময়ে গাড়ি চোরচক্রের দু’জন সদস্য নিহত হয়েছে।
র‌্যাব-২ এর কোম্পানি কোমান্ডার এসপি মহিউদ্দিন ফারুকী বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নিহত নাঈম (৩৫) ও জামাল (৩৮) আন্ত:জেলা গাড়ি চোর ও ডাকাত দলের সদস্য । ঘটনাস্থল থেকে র‌্যাব বিদেশি পিস্তল, রামদা ও চাপাতিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করে। এ সময় গাড়ি চুরি ও ডাকাতিতে ব্যবহৃত একটি চোরাই গাড়ি জব্দ করা হয়।
তিনি বলেন, শুক্রবার ভোরে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল সাতরাস্তা এলাকায় র‌্যাবের চেকপোষ্টে গুলিবিনিময়ের এ ঘটনা ঘটে।
এসপি মহিউদ্দিন ফারুকী জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে আন্ত:জেলা গাড়ি চোর চক্রের সদস্য হানিফ ও লিটনকে গাজীপুর থেকে আটক করে র‌্যাব-২ এর একটি দল। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, তাদের দলের অপর একটি গ্রুপ ঢাকায় আসছে। এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৪টার দিকে র‌্যাব-২ এর একটি দল রাজধানীর তেজগাঁও সাতরাস্তাসহ দুটি স্থানে চেকপোস্ট বসায়। এসময় তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার চেকপোস্টে একটি গাড়ি দ্রুত গতিতে আসে। তখন র‌্যাব সদস্যরা গাড়িটিকে থামার জন্য সংকেত দিলে তারা র‌্যাবের উপস্থিততি টের পেয়ে প্রথমে গুলি ছোড়ে। এসময় র‌্যাব-২ এর সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে উভয় পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়। গোলাগুলির এক পর্যায়ে গাড়ি চোর চক্রের দুই সদস্য গুলিবিদ্ধ হয়। পরে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করে।
বাসস/সংবাদদাতা/এমএমবি/১৮০৫/অমি