বাসস ক্রীড়া-৭ : রেকর্ড অস্টম লীগ শিরোপার দ্বারপ্রান্তে জুভেন্টাস

145

বাসস ক্রীড়া-৭
ফুটবল-সিরিএ-প্রিভিউ
রেকর্ড অস্টম লীগ শিরোপার দ্বারপ্রান্তে জুভেন্টাস
মিলান, ৫ এপ্রিল, ২০১৯ (বাসস/এএফপি) : কাগলিয়ারিতে মইসে কিনের সঙ্গে বর্ণবাদী আচরণের ঘটনার পর এখন শিরোপা রক্ষার দিকে মনোযোগ দিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাস। সপ্তাহের শেষ ভাগে এসে শিরোপা জয়ের লড়াইয়ে নামবে মাসিমিলিয়ানো আলেগ্রির শিষ্যরা।
সেই লক্ষে শনিবার তুরিনে আলিয়াঞ্জ এ্যারেনায় এসি মিলানকে আতিথেয়তা দিবে জুভেন্টাস। যদিও গত মঙ্গলবার কাগলিয়ারি সফরে গিয়ে কিন ও সতীর্থ ব্লাইস মাতৌদির সঙ্গে স্বাগতিক সমর্থকদের বর্ণবাদী আচরনের ঘটনা এখনো জ্বল জ্বল করছে জুভেন্টাস শিবিরে।
এদিন যদি জুভেন্টাস এসি মিলানকে হারাতে পারে এবং পয়েন্ট তালিকায় নিকটতম প্রতিদ্বন্দ্বি নেপোলি যদি পরেরদিন জেনোয়া সফরে গিয়ে হেরে যায় তাহলে ৭ ম্যাচ বাকি থাকতেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে জুভেন্টাসের।
বর্তমানে নেপোলির চেয়ে ১৮ পয়েন্ট এগিয়ে রয়েছে তুরিন জায়ান্টরা। ইতোমধ্যে কার্লো আনচেলত্তির দলের বিপক্ষেও জয়লাভ করেছে তারা। জুভেন্টাস অধিনায়ক জিওর্জিও চিলিয়ানি বলেন, ‘টানা অস্টম চ্যাম্পিয়ন শিরোপা জয়ের লড়াই সত্যিকার অর্থেই বিশাল চাপ। বর্তমানে আমরা শিরোপার দ্বারপ্রান্তে। এখন সামনে দুটি গুরুত্বপূর্ণ সপ্তাহ অপেক্ষা করছে।’
গত গ্রীষ্ম যুক্ত হওয়া ক্রিস্টিয়ানো রোনালদোর অনুপ্রেরনায় অনুপ্রাণিত জুভেন্টাস এখন লীগে বলতে গেলে অপ্রতিদ্বন্দ্বি। গোটা লীগে তারা একটি মাত্র পরাজয়ের স্বাদ পেয়েছে। সেটি ১৭ মার্চ জেনোয়ার বিপক্ষে। ম্যাচে অবশ্য অংশ নেননি রোনালদো। বিশ্রামে রাখা হয়েছিল পর্তুগাল সুপার স্টারকে।
এখন মূলত চ্যাম্পিয়ন্স লীগে সাফল্য পেতে প্রস্তুতি নিচ্ছে আলেগ্রির শিষ্যরা। আগামী সপ্তাহে আমস্টারডামে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আয়াক্সের মোকাবেলা করবে তারা। শনিবারের ম্যাচে যদি তাদের শিরোপা নিশ্চিত না হয়, তাহলে এসপিএলের বিপক্ষে পরের ম্যাচে জয় পেলেই নিশ্চিত হয়ে যাবে লীগ শিরোপা। উভয় ক্ষেত্রেই এটি হবে ২০ দলের অংশগ্রহণে সিরি এ লীগে একটি রেকর্ড। এর আগে ৫ ম্যাচ হাতে রেখে শিরোপা নিশ্চিত করেছিল তিনটি দল। এরা হল ২০০৬-০৭ মৌসুমে রবার্তো মানচিনির ইন্টার মিলান, ১৯৪৭-৪৮ মৌসুমে তুরিনো এবং ১৯৫৫-৫৬ মৌসুমে ফিওরেন্টিনা।
ইউরোপীয় পরিসরে তিন বছর আগে আট ম্যাচ হাতে রেখে প্যারিস সেন্ট জার্মেই’র শিরোপা জয়ের রেকর্ডটিই এখনো পর্যন্ত সেরা। ১৯৯৬ সালের পর চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা জয়ের অভিযানে নামার আগে যত দ্রুত সম্ভব ৩৫তম ‘স্কুডেট্টো’ জয় নিশ্চিত করতে চান আলেগ্রি।
২০১৩-১৪ মৌসুমে এ্যান্টনিও কন্টের অধীনে থাকতেই সিরি এ লীগের সর্বাধিক ১০২ পয়েন্ট সংগ্রহের রেকর্ডটি গড়েছিল জুভেন্টাস। এবার যদি লীগের বাকী সবগুলো ম্যাচে জয়লাভ করতে পারে, তাহলে ১০৫ পয়েন্ট অর্জনের মাধ্যমে ওই রেকর্ড ভেঙ্গেই শিরোপা জয় নিশ্চিত করতে পারবে জুভেন্টাস। তারকা ফুটবলার রোনালদো এখন ইনজুরি থেকে মুক্তির অপেক্ষায় রয়েছেন। ডান উরুর ইনজুরির কারণে গোটা সপ্তাহটিই খেলার বাইরে থাকতে হচ্ছে তাকে।
তবে গত সোমবার রোনালদোকে পরীক্ষা করা হয়েছে। এতে বুঝা যাচ্ছে আয়াক্সের বিপক্ষে প্রথম লেগের ম্যাচের আগেই সুস্থ হয়ে মাঠে ফিরতে পারেন তিনি। এমনটিই বলা হয়েছে ইতালীর গণমাধ্যমের রিপোর্টে। তবে শনিবারের ম্যাচে ৩৪ বছর বয়সি এই তারকাকে বেঞ্চেই রেখে দিতে পারেন আলেগ্রি। কারণ এর পরেই আয়াক্সের মোকাবেলা করতে হবে তাদের।
বাসস/এএফপি/এমএইচসি/১৬৫০/স্বব