বাসস ক্রীড়া-২ : বিশ্বকাপে উইকেটরক্ষক ও অস্থায়ী অধিনায়ক হিসেবে ক্যারিকে সমর্থন পন্টিংয়ের

145

বাসস ক্রীড়া-২
পন্টিং-ক্যারি
বিশ্বকাপে উইকেটরক্ষক ও অস্থায়ী অধিনায়ক হিসেবে ক্যারিকে সমর্থন পন্টিংয়ের
সিডনি, ৫ এপ্রিল, ২০১৯ (বাসস/এএফপি) : আসন্ন বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলে উইকেটরক্ষক হিসেবে এ্যালেক্স ক্যারির প্রতি সমর্থন ব্যক্ত করেছেন রিকি পন্টিং। শুধু তাই নয় এ্যারন ফিঞ্চ ইনজুরিতে থাকলে অস্থায়ী অধিনায়ক হিসেবেও ক্যারির প্রতি সমর্থন ব্যক্ত করেছেন দলটির ব্যাটিং কোচ পন্টিং।
ধৈর্য্যশীলতার পরিচয় দিয়ে দ্রুত উন্নতি করে এবং সাবেক অধিনায়কের কাছ থেকে নেতৃত্ব গুণ লাভ করা ২৭ বছর বয়সী ক্যারি আসন্ন বিশ্বকাপে কোচ জাস্টিন ল্যাঙ্গারের ডান হাতে পরিণত হয়েছেন।
উইকেটরক্ষক হিসেবে কে তার স্থান পূর্ণ করতে পারেন- জানতে চাইলে পাঁচটি বিশ্বকাপ খেলা পন্টিং বলেন, ‘উইকেটরক্ষক হিসেবে সেরা প্যাকেজ এ্যালেক্স ক্যারি।’
প্রধান নির্বাচক ট্রেভর হন্স সম্প্রতি উইকেটরক্ষক পজিশনে সম্ভাব্য বিকল্প হিসেবে টেস্ট অধিনায়ক টিম পাইন, ইন ফর্ম ব্যাটসম্যান ম্যাথু ওয়েড এবং পিটার হ্যান্ডসকম্বের কথা উল্লেখ করেন।
তবে পন্টিংয়ের বিশ্বাস এক নাগারে আট ওয়ানডে ম্যাচ জয়ের পর এ সুযোগটি ক্যারির প্রাপ্য।
তিনি বলেন, ‘৩৬০ ডিগ্রিতে ব্যাট করার সক্ষমতা থাকায় টপ অর্ডার কিংবা ইনিংসের শেষ দিকে সে বিপজ্জনক ব্যাটসম্যান। সে একজন হার্ড হিটার এবং আমার মতে দলের চাওয়া অনুযায়ী ক্যারিই সঠিক চরিত্রের ও সঠিক ব্যক্তি।’
তিনি আরো বলেন, ‘সত্যি কথা বলতে আমি মনে করি একই সাথে সে শক্তিশালী নেতৃত্ব গুণও অর্জন করেছে। বিশ্বকাপে যদি ফিঞ্চের কিছু হয় কিংবা সর্বোচ্চ এ টুর্নামেন্টে নেতৃত্বের সমস্যা দেখা দেয় তবে খুব বেশি অভিজ্ঞতা না থাকা এবং আগে কখনো অস্ট্রেলিয়া দলকে কখনো নেতৃত্ব না দেয়া সত্ত্বেও ক্যারিই যথার্থ ব্যক্তি বলে আমি মনে করি।’
প্যাট কামিন্স এবং অন্য অভিজ্ঞ খেলোয়াড় উসমান খাজার সঙ্গে যৌথভাবে সহ-অধিনায়কের দায়িত্ব পালন করছেন ক্যারি। ইনজুরির কারণে ফিঞ্চ মিস করলে ক্যারিরই দলের নেতৃত্ব দেয়ার সম্ভাবনা রয়েছে।
বাসস/এএফপি/স্বব/১৪৫৫/এএমটি