বাজিস-৩ : পঞ্চগড়ে কলার চাষ জনপ্রিয় হচ্ছে

213

বাজিস-৩
পঞ্চগড়- কলাচাষ
পঞ্চগড়ে কলার চাষ জনপ্রিয় হচ্ছে
পঞ্চগড়,৫ এপ্রিল ২০১৯ (বাসস): জেলার কৃষকদের কাছে কলার চাষ দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। কলা চাষ লাভজনক । কলা চাষে খরচ কম, লাভ বেশি। অনেক কৃষক কয়েক বছর ধরে কলা চাষ করছেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, দেবীগঞ্জে ১২শ হেক্টর জমিতে এ বছর কলার চাষ হয়েছে। উপজেলা কৃষি অফিসার শামীম ইকবাল জানিয়েছেন, এক বিঘা (৩৩ শতাংশ ) জমিতে ৩শ’ কলার চারা রোপণ করা যায়। কলা লাগানোর জমি ভালভাবে তৈরী করে নিতে হবে। লাগানোর পর সম্ভব হলে একবার নিড়ানি দেয়া যেতে পারে। জমিতে সেচের অভাব হলে সেচ দিয়ে একবার সার দিতে হয়। কৃষক কলার বাগানে মিশ্র ফসল যেমন সবজি লাগাতে পারে।
দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ গ্রামের কৃষক লালু মিয়া জানান, কলা চাষ খুবই লাভজনক। সে এক বিঘা জমিতে কলা লাগিয়েছে । আগাম বিক্রি করে খরচ বাদে তার লাভ এসেছে ৬০ হাজার টাকা। অনেক কৃষক এখন কলা চাষের প্রতি উৎসাহীত হয়ে পড়েছে। ব্যবসায়ীরা পঞ্চগড় জেলার উৎপাদিত কলা ট্রাকে করে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যাচ্ছে।
বাসস/সংবাদদাতা/১৪০০/মরপা