বিশ্বকাপ জয়ের সব কিছু পেয়েছেন হোল্ডার

368

ঢাকা, ৪ এপ্রিল, ২০১৯ (বাসস) : চল্লিশ বছর আগে সর্বশেষ ১৯৭৯ সালে আইসিসি বিশ্বকাপের শিরোপা জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটানোর বিষয়ে আত্মবিশ্বাসী দলটির বর্তমান অধিনায়ক জেসন হোল্ডার।
স্পোর্টসমেইল পত্রিকাকে হোল্ডার বলেন, ‘আমি খুবই আশাবাদী।’
তিনি আরো বলেন, ‘আমি মনে করি বিশ্বকাপ জয়ের জন্য যা দরকার তা সবই আমারা পেয়েছি। বিষয়টা কেবল আমরা কোন ধরনের ক্রিকেট খেলব। যে কোন দিনে, যে কোন অবস্থায় ম্যাচ জয়ী খেলোয়াড় আমরা পেয়েছি এবং বিশ্বের যে কোন দলকে আমরা হারাতে পারি।’
‘আমরা অত্যন্ত আশাবাদী যে, একবার আমরা আমাদের পরিকল্পনা ঠিক করতে পারলে এবং সেটা বাস্তবায়ন করতে পারলে শেষ পর্যন্ত আমরাই ট্রফি জিতব।’
ওয়েস্ট ইন্ডিজ সর্বশেষ সব ফর্মেটের সিরিজ খেলেছিল ইংল্যান্ডের বিপক্ষে। নিজ মাঠে ইংলিশদের বিপক্ষে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছিল ক্যারিবিয়রা। এটা চিল দীর্ঘ ১০ বছর বছর পর ইংল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের সিরিজ জয়। নিজ মাঠ বারবাডোজে ক্যারিয়ার সেরা অপরাজিত ২০২ রান করে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছিলেন হোল্ডার।
এরপর পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ২-২ ব্যবধানে শেষ করেছিল ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ। তবে তিন ম্যাচের টি-২০ সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। তবে আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষ দল ইংল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দারুন লড়াই করেছে মনে করছেন হোল্ডার।
তিনি বলেন, ‘আমি মনে করি না সব কিছু শেষ হয়ে গেছে। নিজ মাঠে সমর্থকদের সামনে ডাবল সেঞ্চুরি করার অনুভুতিটা ছিল অসাধারণ। বিশ্বের এক নম্বর দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করা এবং শেষ দিন পর্যন্ত তাদের খেলতে বাধ্য করাটা থেকেই আমাদের যোগ্যতার যথেষ্ঠ প্রমাণ পাওয়া যায়।’
আসন্ন বিশ্বকাপে দলের নেতৃত্ব দিতে পারলে ক্লাইভ লয়েডের পথেই হাটবেন হোল্ডার। লয়েডের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ট হোল্ডার। যে কারণে সব সময় লয়েডের পরামর্শ ‘সব সময় তোমার ট্র্যাক ইতিহাস বড় হচ্ছে’।
হোল্ডার বলেন, ‘ক্লাইভ লয়েড দুই বার (১৯৭৫ ও ১৯৭৯) বিশ্বকাপ শিরোপা জিতেছেন এবং অনুরূপ কিছু অর্জনের চেষ্টা নির্ভর করছে আমাদের ওপড়।’
‘তিনি এবং আমি অত্যন্ত ঘনিষ্ট। আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনে তিনি আমাকে অনেক উপদেশ দিয়ে থাকেন।’
হোল্ডার আরো বলেন, ওয়েস্ট ইন্ডিজ এখনো উন্নতির লক্ষ্যে কাজ করছে। তবে সাফল্যের পথে আছে।
তিনি বলেন, ‘সম্ভবত আমাদের ছেলেরা শেষ হয়ে যায়নি। তবে আমরা অবশ্যই ওয়েস্ট ইন্ডিজের সেরা খেলোয়াড় হওয়ার সঠিক পথে আছি। আমরা যদি আগামী ২/৩ বছর এক সাথে লেগে থাকতে পারি তবে অনেক দূরে যেতে পারব।’
ইংল্যান্ডের মাটিতেই ওয়েস্ট ইন্ডিজ সর্বশেষ বিশ্বকাপ মিরোপা জিতেছিল উল্লেখ করে হোল্ডার বলেন, ‘এই ইংল্যান্ডেই আমরা সর্বশেষ বিশ্বকাপ শিরোপা জিতেছিলাম। কে জানে, হয়তোবা সেখানেই আরেকটা ইতিহাস লেখা হতে পারে।’