বাসস দেশ-১৯ : অপহৃত হোমিওপ্যাথিক ডাক্তার মধুপুর ভাওয়াল বন হতে উদ্ধার : অপহরণকারী চক্রের ৬ সদস্য গ্রেফতার

160

বাসস দেশ-১৯
র‌্যাব অভিযান-উদ্ধার
অপহৃত হোমিওপ্যাথিক ডাক্তার মধুপুর ভাওয়াল বন হতে উদ্ধার : অপহরণকারী চক্রের ৬ সদস্য গ্রেফতার
ঢাকা, ৪ এপ্রিল, ২০১৯ (বাসস) : রাজধানীর মিরপুর এলাকা থেকে অপহৃত হোমিওপ্যাথিক ডাক্তার মোনায়েমুল বাশারকে (৪০) টাঙ্গাইলের মধুপুর ভাওয়াল বন থেকে উদ্ধার করেছে র‌্যাব। এসময় অপহরণকারী চক্রের ৬ সদস্যকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন- মো. আব্দুস সালাম (৫৫), মো. আলমগীর হোসেন (১৮), মো. ফয়েজ উদ্দিন (৩২), মো. ফয়সাল (১৮), মো. আব্দুল হালিম (৫২) ও মো. বিল্লাল হোসেন (৩৮)। র‌্যাব সদস্যরা তাদের কাছ থেকে মুক্তিপণ আদায়ের কাজে ব্যবহৃত সীমসহ ৪টি মোবাইল সেট ও মুক্তিপণের নগদ ২৭ হাজার ৫০০ টাকা উদ্ধার করেন।
র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মো. মিজানুর রহমান ভুঁইয়া বাসসকে জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে টাঙ্গাইলের মধুপুর ভাওয়াল বন এলাকা থেকে ডাক্তার মোনায়েমুল বাশারকে উদ্ধার করে র‌্যাব-৪ এর একটি দল।
বাসস/সংবাদদাতা/এমএমবি/১৮১৪/এএএ