রাজধানীর খিলগাঁও কাঁচাবাজারে অগ্নিকান্ডে ২৫ দোকান ভস্মীভূত

213

ঢাকা, ৪ এপ্রিল, ২০১৯ (বাসস) : খিলগাঁও রেলগেইট সংলগ্ন কাঁচাবাজার ও বস্তিতে অগ্নিকান্ডে ২৫টি দোকান পুড়ে গেছে।
বুধবার দিবাগত রাত ৩ টার দিকে এ আগুন লাগে বলে জানাযায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘণ্টার চেষ্টায় ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিস এন্ড ডিফেন্স অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মাহফুজ রিবেন আগুন লাগার খবর নিশ্চিত করেন।
আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের এক কর্মী আহত হয়। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খান বাসসকে জানান, ওই বাজারে ১৩শ’র মতো বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকান ছিল। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাযায়নি। আগুনে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
তিনি জানান, বৈদ্যুতিক শটসার্কিট কিংবা গ্যাসের লাইন থেকে অগ্নিকান্ডের লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।