কুমিল্লায় বার্ডে বিএসএস ক্যাডার কর্মকর্তাদের বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স শুরু

181

কুমিল্লা, ৪ এপ্রিল ২০১৯ (বাসস) : কুমিল্লায় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে (বার্ড) বিসিএস ক্যাডার কর্মকর্তাদের বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। ৬ মাস ব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সে বিসিএস এর বিভিন্ন ক্যাডারের ৯৬ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন।
বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন বিপিএটিসি’র রেক্টর সিনিয়র সচিব ড: এম আসলাম আলম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক ড: এম মিজানুর রহমান। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন কুমিল্লায় জেলা প্রশাসক মো: আবুল ফজল মীর। স্বাগত বক্তব্য রাখেন একাডেমির পরিচালক (প্রশিক্ষণ) মিলন কান্তি ভট্টাচার্য।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সহযোগী কোর্স পরিচালক একাডেমির উপপরিচালক ফৌজিয়া নাসরিন সুলতানা, উপপরিচালক আফরিন খান এবং একাডেমির অনুষদ সদস্যবৃন্দ।