বাসস দেশ-১৬ : ৮ মে চকবাজার অগ্নিকান্ডের তদন্ত প্রতিবেদন উপস্থাপনের তারিখ নির্ধারণ করেছে আদালত

116

বাসস দেশ-১৬
চকবাজার-অগ্নিকান্ড-প্রতিবেদন
৮ মে চকবাজার অগ্নিকান্ডের তদন্ত প্রতিবেদন উপস্থাপনের তারিখ নির্ধারণ করেছে আদালত
ঢাকা, ৩ এপ্রিল, ২০১৯ (বাসস) : ঢাকার একটি আদালত আজ চকবাজার অগ্নিকান্ডের মামলার তদন্ত প্রতিবেদন উপস্থানের জন্য আগামী ৮ মে সময় নির্ধারণ করে দিয়েছে।
ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম কায়সারুল ইসলাম মামলার তদন্ত কর্মকর্তা আজ তদন্ত প্রতিবেদন উপস্থাপনে ব্যর্থ হওয়ায় এ সময়সীমা নির্ধারণ করে দেন।
গত ২০ ফেব্রুয়ারী রাজধানীর চকবাজারের চুড়িহাট্টার ওয়াহেদ ম্যানশনে ভয়াবহ এক অগ্নিকান্ডে ৭১ জন নিহত এবং অনেকে মারাত্মকভাবে আহত হয়।
চকবাজারের স্থানীয় বাসিন্দা আসিফ চকবাজার থানায় অবহেলার অভিযোগ এনে ভয়াবহ অগ্নিকান্ডে প্রাণহানী ও সম্পদের ক্ষয়ক্ষতিতে এ মামলা দায়ের করেন।
মামলার বিবরণে জানা যায়, ওয়াহেদ ম্যানশনের দু’মালিক মো. হাসান ও তার ভাই সোহেল ওরফে শহীদ অগ্নিকান্ডের দুর্ঘটনা ঘটার ঝুঁকি সম্পর্কে জানা থাকা স্বত্বেও অতিরিক্ত মুনাফার লোভে কেমিকেল ও দাহ্য পদার্থের গোডাউন হিসেবে ভাড়া দেয়।
বাসস/সংবাদদাতা/এমএএস/১৮০২/-আসচৌ