বাসস দেশ-১৫ : ইরি, বোরো ফসল কাটার আগ পর্যন্ত হাওড় রক্ষা বাঁধ সার্বক্ষণিক তদারকিতে রাখতে হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী

152

বাসস দেশ-১৫
প্রতিমন্ত্রী-বাঁধ-পরিদর্শন
ইরি, বোরো ফসল কাটার আগ পর্যন্ত হাওড় রক্ষা বাঁধ সার্বক্ষণিক তদারকিতে রাখতে হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী
সুনামগঞ্জ, ৩ এপ্রিল, ২০১৯ (বাসস) : সুনামগঞ্জের ইরি, বোরো ফসল কৃষকের গোলায় উঠার আগ পর্যন্ত প্রশাসনকে হাওড় রক্ষা বাঁধ সার্বক্ষণিক তদারকিতে রাখার নির্দেশ দিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।
তিনি বলেন, “নাশকতা করে কোন মহল হাওড় রক্ষা বাঁধের ক্ষতি সাধন করতে পারে। তাই এব্যাপারে প্রশাসনকে আরও সতর্ক থাকতে হবে।”
আজ দুপুরে সুনামগঞ্জের জামালগঞ্জের পাগনার হাওড় এলাকায় দুটি হাওড় রক্ষাবাঁধ পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
মুছি বাড়ীর খাল ও বগলাখালীর ক্লোজার এলাকার হাওড় রক্ষাবাঁধে সমবেত কৃষক ও সরকারী কর্মকর্তাদের উদ্দেশ্যে পানিসম্পদ প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কৃষি বান্ধব সরকার।
তিনি বলেন, বর্তমান সরকার হাওড়ের ফসল রক্ষায় পর্যাপ্ত বরাদ্ধ দিয়ে সময়মত হাওড় রক্ষা বাঁধ নির্মাণ করেছে।
প্রতিমন্ত্রী বলেন, হাওড় রক্ষা বাঁধ নির্মাণে কোন প্রকার দুর্নীতি হলে দায়ী ব্যাক্তির বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে।
তিনি বলেন, কৃষকদের বিভিন্ন প্রণোদনা দেওয়ায় বর্তমান সরকারের আমলে কৃষিতে আশানুরুপ ফলন বৃদ্ধি পেয়েছে ।
এ সময় পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ড. মাহফুজুর রহমান, সুনামগঞ্জের জেলা প্রশাসক আ. আহাদ, পুলিশ সুপার বরকত উল্লা খান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. আলী, উপজেলা কৃষি কর্মকর্তা আ. সামাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্ত্রী পরে ধর্মপাশা উপজেলার কয়েকটি হাওড় রক্ষা বাঁধ পরিদর্শনে যান।
বাসস/সংবাদদাতা/এমএন/১৮০০/এএএ