জাতিসংঘ নিষেধাজ্ঞা লঙ্ঘন করায় দ. কোরিয়ার জাহাজ আটক

256

সিউল, ৩ এপ্রিল, ২০১৯ (বাসস ডেস্ক) : পারমাণবিক ক্ষমতাধর দেশ উত্তর কোরিয়ার বিরুদ্ধে আরোপ করা জাতিসংঘ নিষেধাজ্ঞা লঙ্ঘন করায় দক্ষিণ কোরিয়ার একটি জাহাজকে ছয় মাসের জন্য আটক করা হয়েছে। সিউলের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার একথা জানায়। খবর এএফপি’র।
উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র কর্মসূচি প্রশ্নে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একাধিক প্রস্তাবে পিয়ংইয়ং এর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এসব প্রস্তাবে আন্তর্জাতিক অঙ্গন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া দেশটিতে জ্বালানি তেল সরবরাহ নিষিদ্ধ করা হয়েছে।
কিন্তু উত্তর কোরিয়া এ সংকট মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপ নেয়ার চেষ্টা চালিয়ে আসছে। জাতিসংঘের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়, পিয়ংইয়ং আন্তর্জাতিক জলসীমায় জাহাজ থেকে জাহাজে স্থানান্তরের মাধ্যমে তেল পাওয়ার চেষ্টা চালাচ্ছিল।
সিউলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, উত্তর কোরিয়ার বিরুদ্ধে আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা লঙ্ঘন করার সন্দেহে দক্ষিণ কোরিয়ার একটি জাহাজ ও অন্যান্য তিনটি জাহাজ আটক করা হয়েছে।
মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, জাতিসংঘ নিষেধাজ্ঞা ভঙ্গের অভিযোগে এ প্রথম দক্ষিণ কোরিয়ার কোন জাহাজকে আটক করা হলো।