বাসস দেশ-২৫ : এলজিআরডি মন্ত্রীর সাথে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সাক্ষাৎ

137

বাসস দেশ-২৫
এলজিআরডি মন্ত্রী-সাক্ষাৎ
এলজিআরডি মন্ত্রীর সাথে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সাক্ষাৎ
ঢাকা, ২ এপ্রিল, ২০১৯ (বাসস) : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্বব্যাংকের একটি প্রতনিধি দল।
আজ মঙ্গলবার সচিবালয়ে তার অফিসকক্ষে বিশ^ ব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের নগর উন্নয়ন ম্যানেজার ক্যাটালিনা মেরুল্যান্ডার নেতৃত্বে একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে বাংলাদেশে বিশ^ ব্যাংকের বিভিন্ন প্রকল্প নিয়ে তারা কথা বলেন।
বিশেষত লোকাল গভর্ণনেন্স সাপোর্ট প্রজেক্টে-৩ (এলজিএসপি) ও মানসিপাল গর্ভনেন্স এন্ড সার্ভিস প্রজেক্ট (এমজিএসপি) প্রকল্প দুটির বাস্তবায়ন ও অগ্রগতির ব্যাপারে মন্ত্রীকে অবহিত করেন।
এ সময়ে তারা মন্ত্রীর নিকট বিভিন্ন প্রকল্পের অব্যবহৃত প্রায় ৭০ মিলিয়ন মার্কিন ডলারের তহবিল কক্সবাজার, টেকনাফ ও চকোরিয়াতে রোহিঙ্গা শরণার্থীদের জন্য স্থানান্তরের প্রস্তাব করেন।
মন্ত্রী প্রতিনিধিদলের বক্তব্য ও প্রস্তাবসমূহ শুনেন ও যথোপযুক্ত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। বাংলাদেশে বিশ্বব্যাংকের অংশীদারিত্ব চলমান থাকবে বলে মন্ত্রী বৈঠকে আশা প্রকাশ করেন।
বাসস/সবি/বিকেডি/১৮৪৮/অমি