বাসস ক্রীড়া-৪ : হুররে ওয়েফার স্কুল মিনি হ্যান্ডবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) শুরু

192

বাসস ক্রীড়া-৪
হ্যান্ডবল-মিনি
হুররে ওয়েফার স্কুল মিনি হ্যান্ডবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) শুরু
ঢাকা, ২ এপ্রিল ২০১৯ (বাসস) : বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় এবং প্রাণ কনফেকশনারীর পৃষ্ঠপোষকতায় আজ থেকে শুরু হয়েছে ‘হুররে ওয়েফার স্কুল মিনি হ্যান্ডবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) ২০১৯।’
সকাল ১১.০০টায় শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের যুগ্ন-সচিব মো: ওমর ফারুক এনডিসি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মাসুম শামিয়া শীলা এবং টুর্নামেন্ট কমিটির সম্পাদক লাজুল করিম কস্তুরীসহ ফেডারেশনের অনান্য কর্মকর্তাগণ।
আজ বালক ও বালিকা বিভাগে বেশ কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হয়। বালক বিভাগে মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজ ১৬-০০ গোলে ধানমন্ডি টিউটোরিয়ালকে, মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজ ২১-১ গোলে হীড ইন্টারন্যাশনাল স্কুলকে, হীড ইন্টারন্যাশনাল স্কুল ১২-২ গোলে ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজকে, কদমতলা পুর্ব বাসাবো স্কুল ১৪-১ গোলে সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজকে, সানিডেল ১৭-১ গোলে ধানমন্ডি টিউটোরিয়াল স্কুলকে, মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজ ২১-১ গোলে ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজকে, সানিডেল ৮-৫ গোলে মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজকে, শহীদ পুলিশ স্মৃতি কলেজ ২১-৩ গোলে স্কলাসটিকা (মিরপুর) স্কুলকে, স্কলাসটিকা (উত্তরা) ৯-৪ গোলে স্কলাসটিকা (মিরপুর) স্কুলকে পরাজিত করে।
বালিকা বিভাগে মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ১৪-০০ গোলে মাইলস্টোন স্কুল এন্ড কলেজকে, হীড ইন্টারন্যাশনাল ৫-১ গোলে শহীদ পুলিশ স্মৃতি কলেজকে, সানিডেল স্কুল ১৫-৪ গোলে স্কলাসটিকা (উত্তরা) কে, মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৭-৪ গোলে ধানমন্ডি টিউটোরিয়ালকে, মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ৪-০০ গোলে ধানমন্ডি টিউটোরিয়াল স্কুলকে, স্কলাসটিকা (উত্তরা) ৯-১ গোলে স্কলাসটিকা (মিরপুর) কে, শহীদ পুলিশ স্মৃতি কলেজ ১৫-৩ গোলে সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস স্কুলকে পরাজিত করে। এছাড়া সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস স্কুল ও হীড ইন্টারন্যাশনাল এর মধ্যকার ম্যাচটি ৪-৪ গোলে ড্র হয়েছে।
বাসস/নীহা/১৭১০/মোজা/এএমটি