পিরোজপুরে অসচ্ছলদের মাঝে ভাতা প্রদান করা হচ্ছে ৪২ কোটি টাকা

243

পিরোজপুর, ২ এপ্রিল, ২০১৯ (বাসস) : জেলায় চরতি অর্থ বছরে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভাতাভোগীদের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। এ সময় ৪২ কোটি ৩ লক্ষ ৬৩ হাজার ৬ শত টাকা ৬৬ হাজার ৯৮৭ জনের মধ্যে বিতরণ করা হবে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পিরোজপুরের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ জানান এ জেলায় চলতি অর্থ বছরে ৭ হাজার ৪০৬ জন অস্বচ্ছলকে ভাতা প্রদানের কার্যক্রম চূড়ান্ত করা হয়েছে। এদের মধ্যে ১৬ জন তৃতীয় লিঙ্গ , ১১৭ জন দলিত, ৪ হাজার ৪০০ জন বয়স্ক, ১ হাজার ৬২৮ জন বিধবা, ১ হাজার ১০৮ জন প্রতিবন্ধী এবং ১৩৭ জন প্রতিবন্ধী শিক্ষার্থী রয়েছে।
সমাজসেবা অধিদপ্তরের পিরোজপুরের জেলা কার্যালয়ের একটি সূত্রে জানা গেছে, ১৯৯৭-১৯৯৮ অর্থ বছরে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ৪ লক্ষ বয়স্ক ব্যক্তিকে জনপ্রতি মাসিক ১শত টাকা হারে বয়স্ক ভাতা প্রদানের মাধ্যমে দেশে প্রথম ভাতা প্রদান কার্যক্রম চালু করেন। বর্তমানে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ, দলিত, বেদেসহ অনগ্রসর জনগোষ্ঠীর প্রায় ৭০ লক্ষ ব্যক্তিকে বিভিন্ন হারে ভাতা প্রদান করা হচ্ছে। পিরোজপুরে চলতি অর্থ বছরের জুন মাসের মধ্যে তৃতীয় লিঙ্গের ১৬ জনকে জনপ্রতি মাসে ৪৫০ টাকা কারে ১ লক্ষ ১৫ হাজার ২০০ টাকা, ৭০২ জন দলিতকে ৫০০ টাকা করে ৪২ লক্ষ ১২ হাজার টাকা, ৩৮ হাজার ২৩৪ জন বয়স্ককে জনপ্রতি ৫০০ টাকা করে ২২ কোটি ৯৪ লক্ষ ৪ হাজার টাকা, ১৮ হাজার ৫৪৯ জন বিধবা ও স্বামী নিগৃহীতাকে ৫০০ টাকা করে ১১ কোটি ১২ লক্ষ ৯৪ হাজার টাকা, ৮ হাজার ৭শত ৭ জন প্রতিবন্ধীকে মাসে ৭০০ টাকা হারে ৭ কোটি ৩১ লক্ষ ৩৮ হাজার ৮০০ টাকা এবং ৭৯৭ জন প্রতিবন্ধী শিক্ষার্থীকে মাধ্যমিক উচ্চমাধ্যমিক এবং উচ্চ স্তরের শিক্ষার জন্য বিভিন্ন হারে ভাতা প্রদানের জন্য ২১ লক্ষ ৬৯ হাজার ৬০০ টাকা শিক্ষা উপবৃত্তির জন্য প্রদান করা হচ্ছে। পিরোজপুরের মুক্তিযুদ্ধের সংগঠক সিনিয়র প্রবীন আইজীবি এম.এ মান্নান জানালেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভাতা প্রদান চালু করায় এবং পর্যায়ক্রমে ভাতাভোগীদের সংখ্যা এবং অর্থ বৃদ্ধি করায় অস্বচ্ছল মানুষ ব্যাপকভাবে উপকৃত হচ্ছে।