মেহেরপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে শ্রেষ্ঠদের নাম ঘোষণা

399

মেহেরপুর ২ এপ্রিল, ২০১৯ (বাসস) : জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে মেহেরপুর জেলা শিক্ষা অফিস জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা কর্মকর্তা, শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠানের নাম ষোষণা করেছেন।
জেলা শিক্ষা অফিসার মোঃ শাহীন আক্তার শ্রেষ্ঠদের নাম ঘোষণা করেছেন। শ্রেষ্ঠ শিক্ষা কর্মকর্তা মুজিবনগর উপজেলা শিক্ষা অফিসার আনোয়ার হোসেন।
শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান: জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়, গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজ (কারিগরি), হাড়াভাঙ্গা ডিএইচ মাদ্রাসা।
শ্রেষ্ট প্রতিষ্ঠান প্রধান: আর আর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আশরাফুজ্জামান, গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ আফজাল হোসেন (কারিগরি), মেহেরপুর দারুল উলুম আহমদিয়া মাদ্্রাসার অধ্যক্ষ ওয়াজেদ আলী, সন্ধানী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান।
শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক: আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. কামরুজ্জামান, গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজের জুলফিকার আলী (কারিগরি), নতুন দরবেশপুর মাদ্্রাসার আজয়ারুল ইসলাম, করমদি কলেজের শিক্ষক আব্দুর রব।
শ্রেষ্ঠ শিক্ষার্থী: গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজের মিম সুমাইয়া, মুক্তিযোদ্ধা আহম্মদ আলী টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের সৈকত ইসলাম, আমঝুপি আলিম মাদ্্রাসার আতিকা খাতুন। গাংনী সরকারি ডিগ্রী কলেজের আইনাতুন মার্জিয়া।
শ্রেষ্ঠ স্কাউটস শিক্ষক: দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আবুল হোসেন, গালর্স গাইড এ সন্ধানী স্কুল এন্ড কলেজের বাবু সুরেশ চন্দ্র বিশ্বাস, বিএনসিসি মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের আব্দুস সালাম।
শ্রেষ্ঠ রোভার সন্ধানী স্কুল এন্ড কলেজের ইমদাদুল হক, স্কাউটস এ দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়ের লিখন মিয়া, রোভার এ মুজিবনগর সরকারি ডিগ্রী কলেজের রনি মিয়া, বিএনসিসি মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের আবির হোসেন।
শ্রেষ্ট স্কাউটস গ্রুপ: দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়, গার্ল গাইডস জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়, রোভার সন্ধানী স্কুল এন্ড কলেজ।