বাসস দেশ-৮ : বাজেটকে স্বাগত জানিয়ে বিভিন্ন সংগঠনের আনন্দ মিছিল

428

বাসস দেশ-৮
বাজেট-প্রতিক্রিয়া
বাজেটকে স্বাগত জানিয়ে বিভিন্ন সংগঠনের আনন্দ মিছিল
ঢাকা, ৭ জুন, ২০১৮ (বাসস) : ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে রাজধানীতে আনন্দ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।
এ ছাড়াও প্রস্তাবিত বাজেটকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করে বাংলাদেশ ছাত্রলীগ, আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও জাতীয় শ্রমিক লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন।
আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আনন্দ মিছিল করে ঢাকা মহানগর দক্ষিণ ও এর অন্তর্গত থানা ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা-কর্মীরা।
গণমুখী ও উন্নয়নশীল বাজেট দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে একটি আনন্দ মিছিল বের করা হয়।
আনন্দ মিছিলটি রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে বায়তুল মোকাররমের দক্ষিণ গেইট ও জিরো পয়েন্ট হয়ে মুক্তিযোদ্ধা সংসদের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ।
মিছিল পূর্ব সমাবেশে শাহে আলম মুরাদ বলেন, বর্তমান সরকার আজ ২০১৮-১৯ অর্থবছরের বাজেট ঘোষণা করেছে। এ বাজেট যেমন সময়োপযোগী, গণমুখী তেমনি উন্নয়নশীল।
এ সময় গণমুখী বাজেট দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান তিনি।
বাসস/এএসজি/এমএএস/১৯৫০/বেউ/-অমি