বাসস বাজেট-৫৩ : নারী উদ্যোক্তাদের উন্নয়নে ১০০ কোটি টাকার বরাদ্দের প্রস্তাব

358

বাসস বাজেট-৫৩
বাজেট-উদ্যোক্তা
নারী উদ্যোক্তাদের উন্নয়নে ১০০ কোটি টাকার বরাদ্দের প্রস্তাব
ঢাকা, ৭ জুন, ২০১৮ (বাসস) : নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে বিভিন্ন সেক্টরে তাদেরকে উদ্যোক্তা হিসাবে উৎসাহিত করতে ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে নারী উদ্যোক্তা তহবিলে ১০০ কোটি বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ২০১৮-১৯ অর্থবছরের বাজেট বক্তৃতায় এ প্রস্তাব করেন।
অর্থমন্ত্রী বলেন,‘প্রস্তাবিত বাজেটে নারী উদ্যোক্তাদের উৎসাহিত করতে সরকার ১০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছে। বাজেটের এই বরাদ্দ নারীর ক্ষমতায়নে সহায়ক হবে বলে আমরা মনে করি।’
তিনি বলেন,‘ আমরা নারী উদ্যোক্তাদের উন্নয়নে ১০০ কোটি টাকার বরাদ্দ এবং নারীর অগ্রগতি ও উন্নয়নের জন্য বিশেষ তহবিলে ২৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি।’
অর্থমন্ত্রী বলেন, গত দুই অর্থবছরের মতো এবারও নারী উন্নয়ন তহবিলের পরিমাণ বাড়ানো হয়েছে। এবারো নারীর দক্ষতা উন্নয়নে ১০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।’
ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলায় সরকার ৩’শ কোটি টাকা বরাদ্দ করছে উল্লেখ করে মুহিত বলেন, ‘আমরা এনজিও ফাউন্ডেশনের জন্য ১০ কোটি টাকা, পিকেএসএফএর জন্য ২৫০ কোটি টাকা এবং এসএমই ফাউন্ডেশনের জন্য ১০ কোটি টাকা বরাদ্দ করছি। এসব সংগঠন দারিদ্র্য নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’
বাসস/টিআরএ/এসএস/১৯৫৫/জেহক