বাসস দেশ-২৯ : অটিজম ও এনডিডি’র কোর্স পরিচালনার অনুমোদন পেল ইপনা

339

বাসস দেশ-২৯
বিএসএমএমইউ-অটিজম
অটিজম ও এনডিডি’র কোর্স পরিচালনার অনুমোদন পেল ইপনা
ঢাকা, ১ এপ্রিল, ২০১৯ (বাসস) : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ‘ইনস্টিটিউট অব পেডিয়াট্রিক নিউরোডিজঅর্ডার এন্ড অটিজম (ইপনা) অটিজম ও এনডিডি’র উপর কোর্স পরিচালনা করার অনুমতি পেয়েছে।
আজ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল নেতৃবৃন্দ এই অনুমোদন দেয়।
একাডেমিক কাউন্সিলের সভায় বলা হয়, অটিজম বিষয়ের উপর দক্ষতা ও যোগ্যতা অর্জনে ইচ্ছুক ডাক্তার, সাইকোলোজিস্ট, স্পেশাল এডুকেটরস, টিচার, থেরাপিস্টরা এই কোর্সের মাধ্যমে উপকৃত হবেন।
অটিজম ও অন্যান্য স্নায়ু বিকাশজনিত রোগের চিকিৎসা ও সেবা দেশব্যাপি ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এবং দক্ষ ও যোগ্যতাসম্পন্ন জনবল তৈরী করতে এই কোর্স কাজ করবে।
ইতোমধ্যে দেশে অটিজম ও অন্যান্য স্নায়ু বিকাশজনিত রোগগুলোর উপর বেশ সচেতনতা সৃষ্টি হয়েছে বলে এর চিকিৎসা ও সেবার চাহিদাও উত্তোরোত্তর বৃদ্ধি পাচ্ছে।
বাসস/সবি/এসএস/১৯৩৫/-জেজেড