বাসস বাজেট-৫২ : প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগের অনুকুলে বরাদ্দ প্রায় ২৯ হাজার ১০১কোটি টাকা

575

বাসস বাজেট-৫২
প্রতিরক্ষা-বরাদ্দ
প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগের অনুকুলে বরাদ্দ প্রায় ২৯ হাজার ১০১কোটি টাকা
ঢাকা, ৭ জুন, ২০১৮ (বাসস) : আগামী অর্থ-বছরের প্রস্তাবিত বাজেটে প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগের অনুকুলে মোট বরাদ্দ রাখা হয়েছে ২৯ হাজার ১শ’ কোটি ৭৫ লাখ ৭৬ হাজার টাকা।
এরমধ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অনুকুলে পরিচালন ও উন্নয়ন বাজেটের মোট বরাদ্দের পরিমান হচ্ছে ২৯ হাজার ৬৬ কোটি ২১ লাখ ৭৬ হাজার টাকা। এই বরাদ্দে পরিচালন ব্যয় ধরা হয়েছে ২৭ হাজার ৯১৩ কোটি ৭২ লাখ ৭৬ হাজার টাকা। আর উন্নয়ন খাতের টাকার পরিমান হচ্চে ১ হাজার ১৫২ কোটি ৪৯ লাখ টাকা।
অপরদিকে সশস্ত্র বাহিনী বিভাগের কোন উন্নয়ন ব্যয় না থাকলেও পরিচালন খাতে বরাদ্দ রাখা হয়েছে ৩৪ কোটি ৫৪ লাখ টাকা।
চলতি অর্থবছরের (২০১৭-’১৮) সংশোধিত বাজেটের চেয়ে ২০১৮-’১৯ অর্থবছরে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিবাগের বরাদ্দ বেড়েছে প্রায় ২ হাজার ৬শ’ ৭১ কোটি টাকা।
বাসস/নিজস্ব/জেডআরএম/১৯৫০/এবিএইচ