বাসস দেশ-২৮ : বিজিবির অভিযানে প্রায় সাড়ে ৮১ কোটি টাকার চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য আটক

201

বাসস দেশ-২৮
বিজিবি-অভিযান-উদ্ধার
বিজিবির অভিযানে প্রায় সাড়ে ৮১ কোটি টাকার চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য আটক
ঢাকা, ১ এপ্রিল, ২০১৯ (বাসস) : বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা মার্চে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ৮১ কোটি ২৩ লক্ষ ৬৭ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য ও মাদক দ্রব্য আটক করেছে। মাদকের মধ্যে রয়েছে ১৩ লাখ ২২ হাজার ৪৪ পিস ইয়াবা ট্যাবলেট, ৩২ হাজার ২১৫ বোতল ফেনসিডিল, ৬ হাজার ৬৯৮ বোতল বিদেশি মদ, ১১৭ লিটার বাংলা মদ, ৫৫১ ক্যান বিয়ার, ৭৬৭ কেজি গাঁজা, ৩০০ গ্রাম হেরোইন, ৯ লাখ ৯২ হাজার ৫০০টি বিভিন্ন ধরনের ট্যাবলেট এবং ৬৪ হাজার ৩৮০টি এ্যানেগ্রা অথবা সেনেগ্রা ট্যাবলেট।
চোরাচালান পণ্যের মধ্যে রয়েছে ২ কেজি ৭৯৫ গ্রাম স্বর্ণ, ২৫ হাজার ৬৩৪টি ইমিটেশন গহনা, ৮৭ হাজার ৬৮০টি কসমেটিক্স সামগ্রী, ৬ হাজার ৭৪৭টি শাড়ি, ২ হাজার ১০টি থ্রীপিস বা শার্টপিস, ৬ হাজার ৯৫০টি তৈরী পোশাক, ১টি কষ্টিপাথরের মূর্তি, ৪১ হাজার ৬৭০ ঘনফুট কাঠ, ১২ হাজার ২২৯ কেজি চা পাতা, ১২টি ট্রাক, ৬টি পিকআপ, ২টি প্রাইভেটকার, ৮টি সিএনজি চালিত অটোরিক্সা, ৪৩টি মোটর সাইকেল এবং ৬১৫টি গাড়ীর যন্ত্রাংশ।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৪টি পিস্তল, ২টি ওয়ান শুটার গান, ৩টি দেশীয় বন্দুক এবং ১১০ রাউন্ড গুলি।
বিজিবি’র অভিযানে মাদক পাচারসহ অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৮৯ জন এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে ৫৭ জন বাংলাদেশি নাগরিককে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে।
বাসস/সবি/এফএইচ/১৯৩৩/এএএ