বাজিস-১৩ : ঝালকাঠিতে কালেক্টরেট স্কুলের শিক্ষা কার্যক্রম শুরু

206

বাজিস-১৩
ঝালকাঠি-শিক্ষা- কার্যক্রম
ঝালকাঠিতে কালেক্টরেট স্কুলের শিক্ষা কার্যক্রম শুরু
ঝালকাঠি, ১ এপ্রিল ২০১৯ (বাসস) : জেলায় নতুন প্রতিষ্ঠিত ও জেলা প্রশাসন পরিচালিত ‘কালেক্টরেট স্কুল’ এর শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। আজ সোমবার বেলা ১১ টায় জেলা প্রশাসক মো. হামিদুল হক জাতীয় পতাকা উত্তোলন, বই বিতরণ ও ঘন্টা বাজিয়ে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।
স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগ সহসভাপতি এবং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত সভাপতি সালাহ উদ্দিন আহম্মেদ সালেক, জেলা শিক্ষা কর্মকর্তা মো. ছিদ্দিকুর রহমান খান, সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফা বেগম, সরকারি হরচন্দ্র বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ^নাথ সাহা প্রমুখ। এ সময় সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শহরের সুগন্ধা নদী তীরে, মনোরম পরিবেশে কালেক্টরেট স্কুলটি প্রতিষ্ঠা করা হয়েছে।
বাসস/সংবাদদাতা/১৯১৭/মরপা