বাসস দেশ-২৫ : ইন্দোনেশিয়ায় যাওয়ার পথে শাহজালাল বিমানবন্দরে ৪ রোহিঙ্গা নারী আটক

185

বাসস দেশ-২৫
রোহিঙ্গা নারী-আটক
ইন্দোনেশিয়ায় যাওয়ার পথে শাহজালাল বিমানবন্দরে ৪ রোহিঙ্গা নারী আটক
ঢাকা, ১ এপ্রিল, ২০১৯ (বাসস) : ইন্দোনেশিয়ায় যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪ রোহিঙ্গা নারীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
আটককৃতরা হলেন, আনোয়ারা বেগম (৩০), রোকেয়া (১৯), মরিজান (২৩) এবং আমেনা বেগম (২৬)।
বিমানবন্দর এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) মো. আলমগীর হোসেন শিমুল বাসসকে জানান, রোববার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বহিরাগমন টার্মিনালের বহিরাঙ্গন এলাকা থেকে তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদের পর বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়।
তিনি জানান, আটককৃতরা ওই দিন বেলা ১১ টার দিকে মালয়েশিয়ান এয়ারলাইন্সের (এমএইচ ১০৩) একটি ফ্লাইটে ঢাকা থেকে মালয়েশিয়া হয়ে ইন্দোনেশিয়ায় যাওয়ার পরিকল্পনা করেছিল। পরে বিমানবন্দর টার্মিনালের বাইরে এপিবিএন সদস্যরা তাদের আটক করে।
এপিবিন সূত্র বাসসকে জানান, আটককৃত ৪ রোহিঙ্গা নারী আরাকানের মংডু এলাকার বাসিন্দা। তারা সবাই বাংলাদেশী পাসপোর্ট বহন করছিল।
বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নূরে আযম মিয়া সোমবার বিকেলে বাসসকে জানান, আটককৃত ৪ রোহিঙ্গা নারীকে জিজ্ঞাসাবাদ শেষে রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় কোন মামলা হয়নি।
বাসস/সংবাদদাতা/এমএমবি/১৯১৫/এসই