বাসস ক্রীড়া-৮ : চ্যাম্পিয়ন্স লীগে খেলার স্বপ্ন জাগিয়ে রাখতে উদিনেসের মোকাবেলা করবে এসি মিলান

139

বাসস ক্রীড়া-৮
ফুটবল-সিরি এ- প্রিভিউ
চ্যাম্পিয়ন্স লীগে খেলার স্বপ্ন জাগিয়ে রাখতে উদিনেসের মোকাবেলা করবে এসি মিলান
মিলান, ১ এপ্রিল ২০১৯ (বাসস/এএফপি) : সিরি এ ফুটবল লীগের গুরুত্বপূর্ণ ম্যাচে আগামীকাল উদিনেসের মোকাবেলা করবে এসি মিলান। চারদিন পর চ্যাম্পিয়ন জুভেন্টাসের মুখোমুখি হবার আগে চ্যাম্পিয়ন্স লীগে অংশগ্রহণের সুযোগ ধরে রাখার জন্য ম্যাচটি মিলানের কাছে বেশ গুরুত্বপূর্ণ।
জেনারো গাত্তুসোর দলটি ২০১৭ সালের ডিসেম্বরের পর প্রথম পরপর দুই ম্যাচে পরাজয়ের স্বাদ নিয়েছে। ইন্টার মিলানের কাছে ৩-২ গোলে হারের পর সাম্পদরিয়ার কাছে তারা হেরেছে ১-০ গোলে।
তারপরও ইন্টার মিলানের চেয়ে দুই পয়েন্টের ব্যবধানে পিছিয়ে থেকে পয়েন্ট তালিকার চতুর্থ অবস্থানে রয়েছে এসি মিলান। কারণ সপ্তাহের শেষভাগে ইন্টার নিজেদের মাঠেই হেরে গেছে ল্যাৎসিওর কাছে। অপরদিকে নেপোলির কাছে ৪-১ গোলে হেরে ইউরোপীয় আসরে খেলার অবস্থান থেকে ছিটকে গেছে রোমা।
মাত্র ছয় পয়েন্ট ব্যবধানের মধ্যেই ঘুরপাক খাচ্ছে তালিকার চতুর্থ স্থান নিয়ে চ্যাম্পিয়ন্স লীগে খেলার সুযোগের জন্য লড়াইরত ছয়টি দল। যেখানে এসি মিলান ৫১ পয়েন্ট নিয়ে রয়েছে তালিকার চতুর্থ স্থানে। আর ৪৫ পয়েন্ট নিয়ে তালিকার নবম অবস্থানে রয়েছে তুরিনো। দল দু’টির মাঝখানে অবস্থান করছে যথাক্রমে ল্যাৎসিও, আটলান্টা, রোমা ও সাম্পদোরিয়া।
গাত্তুসো বলেন, ‘আমি কোন দলকেই দেখছিনা যারা লক্ষ্য থেকে একেবাইরেই সরে গেছে।’
ল্যাৎসিওরও সুযোগ রয়েছে চ্যাম্পিয়ন্স লীগে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করার। কারণ তারা আতিথেয়তা দিবে ধুঁকতে থাকা এসপিএএলকে।
এদিকে শিরোপাধারী জুভেন্টাস ১৩তম অবস্থানে থাকা কাগলিয়ারির সঙ্গে এ্যাওয়ে ম্যাচে অংশ নিবে আগামীকাল। ২য় অবস্থানে থাকা নেপোলির চেয়ে ১৫ পয়েন্টের ব্যবধানে এগিয়ে থাকা দলটির জন্য এটি হবে ইউরোপীয় লড়াইয়ের আগে অনুশীলন ম্যাচের মত। কারণ আগামী সপ্তাহে চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালে আয়াক্সের মোকাবেলা করবে জুভেন্টাস। ওই ম্যাচেও অনুপস্থিত থাকতে পারেন উরুর ইনজুরিতে থাকা পর্তুগাল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তবে জুভেন্টাস কোচ মাসিমিলিয়ানো অ্যালেগ্রি মনে করেন বিকল্প অস্ত্র তিনি পেয়ে গেছেন। তিনি হলেন টিনএজার মইসি কিন। গত সপ্তাহের ম্যাচে এম্পলির বিপক্ষে তিনিই জুভেন্টাসের হয়ে জয়সুচক গোলটি করেছেন। আলেগ্রি বলেন, ‘আমরা টানা চার ম্যাচে জয়লাভ করলেও মঙ্গলবারের ম্যাচটি হবে ভিন্ন। কারণ ওই ম্যাচে কাগলিয়ারির চেষ্টা থাকবে আপসেট ঘটানোর।’
বাসস/এএফপি/এমএইচসি/১৮৫০/মোজা/স্বব