বাজিস-৯ : চরে আটকা ‘রামশ্রী’ ১৬ ঘন্টা পর উদ্ধার

119

বাজিস-৯
রামশ্রী-উদ্ধার
চরে আটকা ‘রামশ্রী’ ১৬ ঘন্টা পর উদ্ধার
মুন্সীগঞ্জ, ১ এপ্রিল ২০১৯ (বাসস) : জেলার শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরি রুটে ঝড়ের কবলে চরে আটকা ফেরি ‘রামশ্রী’ অবশেষে উদ্ধার করা হয়েছে। প্রায় ১৬ ঘন্টা পর সোমবার বেলা সোয়া ১০টার দিকে ফেরিটি উদ্ধার হয়। এর আগে কাঁঠালবাড়ি থেকে শিমুলিয়া আসার পথে ফেরিটি রোববার সন্ধ্যায় ঝড়ের কবলে নৌ রুটটির হাজরা পয়েন্টের কাছে চরে উঠে যায়। ফেরিতে ১২টি বড় যানসহ মোট ২০ যান ও কয়েকশ’ যাত্রী নিয়ে আটকা পরে। এতে ফেরিতে থাকা যাত্রী সাধারণ অবর্ণনীয় দুর্ভোগে পড়ে। অনেক চেষ্টায় সোমবার জাহাজ দিয়ে ফেরিটি টেনে আনা হয়।
সোমবার বেলা সোয়া ১১টায় ফেরিটি শিমুলিয়া ঘাটে এসে পৌঁছায়। তবে অনেক যাত্রী আগেই ট্রলারে ও স্পীডবোডে করে গাড়ি রেখেই তীরে এসে গন্তব্যে রওনা হন।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ম্যানেজার আব্দুল আলিম জানান, ফেরিটির তেমন কোন ক্ষতি হয়নি। সকল যাত্রী এবং যানবাহন নিরাপদে তীরে পৌঁছেছে। এছাড়া ফেরিটির নিরাপত্তার জন্য রাতে সেখানে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়।
বাসস/সংবাদদাতা/১৬০৫/মরপা