বাসস বিদেশ-৭ : উ.কোরিয়াকে ছাড়াই সীমান্তে পুঁতে রাখা যুদ্ধাস্ত্র খোঁজার কাজ শুরু সিউলের

125

বাসস বিদেশ-৭
দ.কোরিয়া-উ.কোরিয়া-সামরিক-কূটনীতি
উ.কোরিয়াকে ছাড়াই সীমান্তে পুঁতে রাখা যুদ্ধাস্ত্র খোঁজার কাজ শুরু সিউলের
সিউল, ১ এপ্রিল, ২০১৯ (বাসস ডেস্ক) : ১৯৫০ থেকে ’৫৩ সাল পর্যন্ত কোরীয় যুদ্ধ চলাকালে সীমান্ত বরাবর পুঁতে রাখা যুদ্ধাস্ত্র সিউল এক তরফাভাবে খুঁজে বের করার কাজ শুরু করেছে। তারা উত্তর কোরিয়ার সাথে যৌথভাবে এ অভিযান চালাতে সম্মত হলেও আন্তর্জাতিক অঙ্গনে কোণঠাসা হয়ে পড়া পিয়ংইয়ং এ ব্যাপারে নীরব থাকায় সিউল একাই এ কাজ শুরু করলো। খবর এএফপি’র।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে গত সেপ্টেম্বরে পিয়ংইয়ংয়ে অনুষ্ঠিত এক সম্মেলনে স্বাক্ষরিত সামরিক চুক্তির অংশ ছিল কোরীয় যুদ্ধে অসামরিক সীমান্ত বরাবর পুঁতে রাখা যুদ্ধাস্ত্র যৌথভাবে খুঁজে বের করা।
সামরিক উত্তেজনা প্রশমনের লক্ষ্যে এ চুক্তির আওতায় উভয় দেশের প্রায় একশ’ জন কর্মকর্তা ১ এপ্রিল থেকে ৩১ অক্টোবর পর্যন্ত যৌথভাবে সীমান্ত বরাবর অস্ত্র উদ্ধার অভিযান চালানোর কথা ছিল।
গত ফেব্রুয়ারিতে হ্যানয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কিমের সম্মেলন কোন চুক্তি ছাড়াই শেষ হওয়ায় উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি বিষয়ে আলোচনার অগ্রগতি স্থবির হয়ে পড়ে। এতে আন্ত:কোরীয় বিভিন্ন প্রকল্পের ভবিষ্যত নিয়ে সংশয় তৈরি হয়েছে।
বাসস/এমএজেড/১৫৪০/জুনা