বাসস দেশ-৫ : মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলায় সাবেক এমপি রানার জামিন বহাল

118

বাসস দেশ-৫
রানা-জামিন-স্থগিত
মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলায় সাবেক এমপি রানার জামিন বহাল
ঢাকা, ১ এপ্রিল, ২০১৯ (বাসস) : মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলায় টাঙ্গাইল-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আমানুর রহমান খান রানাকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছে আপিল বিভাগ।
হাইকোর্টের দেয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন আজ খারিজ করে দেয় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ বেঞ্চ। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। আমানুর রহমান খান রানার পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মনসুরুল হক চৌধুরী, আবদুল বাসেত মজুমদার ও আইনজীবী সাঈদ আহমেদ রাজা।
এর আগে এ মামলায় হাইকোর্টের দেয়া ৬ মাসের জামিন আদেশ গত ২৫ মার্চ চেম্বার কোর্ট স্থগিত করে বিষয়টি শুনানির জন্য সুপ্রিমকোর্টের আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে প্রেরণ করে।
মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলায় আমানুর রহমান খান রানাকে গত ১৪ মার্চ ছয় মাসের জামিন দেন হাইকোর্ট।
২০১৩ সালের জানুয়ারিতে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের নেতা ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ তার কলেজপাড়া এলাকার বাসার কাছ থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী নাহার আহমেদ বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেন। ফারুক হত্যা মামলায় বর্তমানে আমানুর রহমান খান রানা কারাগারে আছেন। বর্তমানে বিচারিক আদালতে এ মামলার বিচার চলছে।
বাসস/এএসজি/ডিএ/১৪৩২/আরজি