নীলফামারীতে এইচএসসি ও সমমানের পরীক্ষা দিচ্ছে ২০ হাজার ৭১৫ শিক্ষার্থী

323

নীলফামারী, ১ এপ্রিল, ২০১৯ (বাসস) : জেলার আজ সোমবার শুরু হয়েছে এইচএসসি ও সমমান পরীক্ষা। এ পরীক্ষায় জেলার ৬টি উপজেলার ৪০টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ২০ হাজার ৭১৫ জন। এর মধ্যে এইচএসসিতে ১৪ হাজার ৮৫৯ জন, সমমান মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ১ হাজার ১১ জন, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৪ হাজার ৮৪৫ জন।
জেলা প্রশাসনের শিক্ষা শাখার সূত্র মতে, জেলার ওই ৪০ কেন্দ্রের মধ্যে রয়েছে ডোমারে ছয়টি, ডিমলায় ছয়টি, সৈয়দপুরে সাতটি, জলঢাকায় সাতটি, কিশোরগঞ্জে সাতটি ও জেলা সদরে সাতটি।
এসব উপজেলায় পরীক্ষার্থী সংখ্যা ডোমারে এইচএসসি ১ হাজার ৭৯৬, মাদ্রাসা বোর্ডে ১২১ ও কারিগরি বোর্ডে ৪৭০জনসহ ২ হাজার ৩৮৭ জন।
ডিমলায় এইচএসসিতে ২ হাজার ২২১, মাদ্রাসা বোর্ডে ১৩১ ও কারিগরি বোর্ডে ৯৪৯ জনসহ মোট ৩ হাজার ৩০১ জন।
সৈয়দপুর উপজেলায় এইচএসসি ৩ হাজার ৪০২, মাদ্রাসা বোর্ডে ১৩১, কারিগরিতে ৫৩৪ জনসহ মোট ৪ হাজার ১০৯ জন।
জলঢাকায় এইচএসসি ২ হাজার ৩৬৪ জন, মাদ্রাসা বোর্ডে ২৫০, কারিগরিতে ১ হাজার ২১২ জনসহ ৩ হাজার ৮২৬ জন।
কিশোরগঞ্জ উপজেলায় এইচএসসি ১ হাজার ৬৪৯, মাদ্রাসা বোর্ডে ৮৩, কারিগরি বোর্ডে ১ হাজার ৪৯ জনসহ ২ হাজার ৭৮১ জন।
জেলা সদরে এইচএসসি ৩ হাজার ৪২৭, মাদ্রাসা বোর্ডে ২৫৩, কারিগরি বোর্ডে ৬৩১ জনসহ মোট ৪ হাজার ৩১১ জন।
জেলা প্রশাসনের শিক্ষা শাখার দায়িত্বরত সহকারী কমিশনার পুস্পপুদম চাকমা এসব তথ্য নিশ্চিত করে বলেন,‘নকল ও প্রশ্নফাঁস মুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানে সকল প্রস্তুতি রয়েছে প্রশাসনের’।