বাজিস-৪ : হবিগঞ্জে কালবৈশাখী ঝড়ে ফসলের ক্ষতি

176

বাজিস-৪
হবিগঞ্জ-কালবৈশাখীর ঝড়
হবিগঞ্জে কালবৈশাখী ঝড়ে ফসলের ক্ষতি
হবিগঞ্জ, ১ এপ্রিল, ২০১৯ (বাসস) : জেলায় রোববার সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত কালবৈশাখীর তান্ডবে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত জেলার বানিয়াচং, আজমিরীগঞ্জ, সদর, নবীগঞ্জ, চুনারুঘাট ও বাহুবলসহ বিভিন্ন উপজেলায় হঠাৎ করেই প্রচন্ড বেগে ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টিপাত শুরু হয়। কোন কোন এলাকায় আবার শিলা বৃষ্টিরও খবর পাওয়া গেছে। এতে বড় ধরনের কোন হতাহতের ঘটনা না ঘটলেও ঘর-বাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
বানিয়াচং সদরের আব্দুল আলী নামে এক কৃষক জানান, বানিয়াচং উপজেলার বিভিন্ন হাওরে শিলা বৃষ্টি হয়েছে। শিলা বৃষ্টি হওয়ার ফলে হাওরের আধা পাকা ধানের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। অনেক ধানের চারা থেকে ধান ঝড়ে গেছে।
হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা তোফায়েল আহমেদ বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা যায়নি। তবে মাঠ পর্যায়ে সকল কর্মকর্তারা তথ্য সংগ্রহের কাজে নেমেছেন।
বাসস/সংবাদদাতা/১১০৫/নূসী